বেশকিছুদিন টলিপাড়ায় জোর গুঞ্জন প্রেম ভেঙেছে 'তৃণীল'-এর। তাঁদের বৈবাহিক সম্পর্ক নাকি ভাঙনের পথে। নীল ভট্টাচার্য ও তৃণা সাহা দুই তারকাই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। দুজনে প্রায়ই একে অপরের সঙ্গে ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। তবে মাঝে হঠাৎই একে অপরের সোশ্যাল মিডিয়া থেকে উধাও। এমনকি তৃণার জন্মদিনেও নীলকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে কিছু পোস্ট করতে দেখা যায়নি। এরপর জন্মদিনে আবার অসুস্থ হয়ে পড়েন তৃণা সাহা। এখানেই ঘটনাক্রমের শেষ নয়, বিবাহবার্ষিকীতে তৃণাকে না নিয়েই দুবাই উড়ে যান নীল। আর এসবের পরই নীল-তৃণার বিয়ে ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এরপরই গুঞ্জন, লোকজনের 'ফিসফাস' কথা বন্ধ করতে ভ্যালেন্টাইনস ডে-তে তৃণার সঙ্গে ছবি পোস্ট করেন নীল ভট্টাচার্য। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, ‘ভ্যালেন্টাইন্স স্পেশ্যাল…কারণ আজকাল পোস্ট দেওয়াটা খুব জরুরি… তা না হলে তো আবার লোকজন আর্টিকেল লিখতে শুরু করবে’। যদিও নীলের সেই পোস্টের জবাবে কোনওরকম মন্তব্য করেননি তৃণা। কিংবা অভিনেত্রীর তরফে ‘লাইক’ও আসেনি পোস্টে। তাই নীলের পোস্টের পরও নীল-তৃণার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছেই।