বাংলার জামাই রাজকুমার রাও এবার মুখোমুখি হতে চলেছেন বাংলার ছেলে প্রসেনজিতের। মুক্তি পেতে চলেছে ‘মালিক’। আগামী ১১ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। ট্রেলার মুক্তি পেয়েছে গত ১ জুলাই, যা দেখে রাজকুমারের অভিনয়ের প্রশংসায় ইতিমধ্যেই শুরু করেছেন ভক্তরা।
কখনও শান্তশিষ্ট প্রেমিকের ভূমিকায় কখনও আবার পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে রাজকুমার রাওকে। তবে এবার এমন একটি চরিত্র বেছে নিয়েছেন তিনি, যা তার কেরিয়ারকে নিয়ে যাবে অন্য একটি পর্যায়ে। প্রকাশ্যে এল ‘মালিক’ ছবির ট্রেলার।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
ট্রেলার প্রসঙ্গে
ট্রেলারে যা দেখানো হয়েছে তা দেখে মোটামুটি স্পষ্ট একজন আন্ডারওয়ার্ল্ড ডনের ভূমিকায় অভিনয় করেছেন মালিক। মালিক ওরফে রাজকুমার রাও ছোটবেলা থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, নিজের কায়দায়। নিজের স্বপ্ন পূরণ করতে সে যে কোনও পর্যায় যেতে রাজি।
ট্রেলারে প্রসেনজিৎকে দেখতে পাওয়া গিয়েছে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে। একজন বস্তির সাধারণ ছেলে সে যখন একজন প্রভাবশালী নেতায় পরিণত হয়, তখন ঠিক কি কি ঘটনা ঘটতে পারে, সেটাই সম্ভবত দেখানো হবে ছবিতে।
তবে ছবির গল্প যাই হোক না কেন, ট্রেলারে রাজকুমার রাওয়ের নতুন লুক দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। কিছু কিছু স্থানে রাজকুমারের সঙ্গে ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের মিল পেয়েছেন। ছবির মূল টিআরপি যে ছবির অ্যাকশন হতে চলেছে, সেটা মোটামুটি স্পষ্ট হয়ে যায় ট্রেলার দেখেই।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
প্রসঙ্গ, রাজকুমার এবং প্রসেনজিৎ ছাড়া এই ছবিতে অভিনয় করবেন মানুসী চিল্লার, আয়ুষ্মান পুষ্কর, হুমা খুরেশি, সৌরভ শুক্লা। পুলকিত পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে আসবে আগামী ১১ জুলাই।