বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir Kapoor: ভাই লো-অ্যাঙ্গেল থেকে ছবি তুলিস না, মুখের চর্বি দেখা যায়! ফটোগ্রাফারদের হাসালেন রণবীর
পরবর্তী খবর
Ranbir Kapoor: ভাই লো-অ্যাঙ্গেল থেকে ছবি তুলিস না, মুখের চর্বি দেখা যায়! ফটোগ্রাফারদের হাসালেন রণবীর
1 মিনিটে পড়ুন Updated: 13 Nov 2023, 01:11 PM ISTSubhasmita Kanji
Ranbir Kapoor: পাপারাৎজিদের সঙ্গে আগেরদিন দুর্ব্যবহার করার পরই এদিন খোশমেজাজে ধরা দিলেন রণবীর। করলেন খুনসুটিও।
আগের দিনই দিয়েছিলেন ধমক, দিন ঘুরতেই পাপারাৎজিদের সঙ্গে খোশমেজাজে রণবীর
রণবীর কাপুর কিছুদিন আগেই পাপারাৎজিদের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। কিন্তু দিন ঘুরতে না ঘুরতেই তাঁকে খোশমেজাজে দেখা গেল। শুধুই কি তাই তাঁদের সঙ্গে করলেন খুনসুটিও।
পাপারাৎজিদের সঙ্গে খোশমেজাজে রণবীর
অভিনেতাকে শীঘ্রই অ্যানিমাল ছবিতে দেখা যেতে চলেছে। হাতে রয়েছে একাধিক কাজও। তার মাঝেই তাঁকে ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করতে স্টেডিয়ামে দেখা গেল। ভারতীয় জার্সি পরে বিশ্বকাপের ম্যাচ দেশের হয়ে গলা ফাটালেন তিনি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সম্প্রতি এদিনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই তাঁকে পাপারাৎজিদের সঙ্গে খুনসুটি করতে দেখা গেল।
রণবীর কাপুরের ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি পাপারাৎজিদের সঙ্গে কথা বলছেন। সেখানে তাঁরা যখন অভিনেতার ছবি তুলছিলেন তখন তাঁদের অভিনেতা বলে দিলেন নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলে ছবি তুলতে যাতে তাঁর ডাবল চিন না দেখা যায়। রণবীর এদিন বলেন, 'তুই লো অ্যাঙ্গেল দিয়ে ছবি তুলিস আর আমার ডাবল চিন দেখা যায়।' এরপর তাঁকে পাপারাৎজিদের জন্য পোজও দিতে দেখা যায়। তিনি তাঁর জার্সির ছবিও ভালো করে দেখান। সেখানে তিনি তাঁর ছবির প্রচার করেছিলেন। অ্যানিমাল লেখা ছিল তাঁর জার্সিতে সঙ্গে ১ নম্বর।