গত ২৭ ডিসেম্বর সলমন খানের জন্মদিন উপলক্ষে গুজরাটের জামনগরের একটি পার্টির আয়োজন করা হয়েছিল মুকেশ আম্বানির তরফ থেকে। ভাইজানের জন্মদিনের এই পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্য থেকে শুরু করে মুকেশ আম্বানি সকলেই। ক্যামেরাবন্দী হল সলমনের কেক কাটার বিশেষ মুহূর্ত।
চলতি বছর ৫৯ বছরে পদার্পণ করলেন ভাইজান। যদিও তাঁকে দেখে বোঝার উপায় নেই যে অনেকদিন আগেই ৫০ বছর অতিক্রম করেছেন তিনি। এখনও ঠিক আগের মতোই তিনি ফিট এবং ফাইন। চলতি বছর ভাইজানের জন্মদিন উপলক্ষে গুজরাটে করা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন। সোশ্যাল মিডিয়ায় বিশেষ মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে অতুল অগ্নিহোত্রী লিখেছেন, Celebrating @beingsalmankhan and #ayatsharma’s birthday."
আরও পড়ুন: মামাবাড়ির আদর! দিদার সঙ্গে লুডো খেলতে ব্যস্ত ইনায়া, মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট সোহার
আরও পড়ুন: ৫৯-এ পা ভাইজানের! পরিবার-বন্ধুদের সঙ্গে জামনগরে জন্মদিন পালন সলমনের, চর্চিত প্রেমিকা লুলিয়া ছিলেন?
গুজরাটের জামনগরে সলমনের বার্থডে পার্টির এই আয়োজন করেছিলেন স্বয়ং মুকেশ আম্বানি। বিলাসবহুল একটি রিসোর্ট শুধুমাত্র সাজানো হয়েছিল ভাইজানের জন্মদিন উপলক্ষে। রিসোর্টে ঢোকার মুখেই লেখা ছিল, ‘আই লাভ ভাইজান’। ডিনার টেবিল সাজানো হয়েছিল সলমন এবং তাঁর ভাইবোনদের ছোটবেলার একটি ছবি দিয়ে, যাতে আরও বেশি আবেগঘন হয়ে ওঠে জন্মদিনের দিনটি।
তবে জন্মদিন মানেই হল কেক কাটা। ছোট হোক বা বড়, কেক না কাটলে জন্মদিন সম্পন্ন হয় না। কিক অভিনেতাও এই দিন ভাগ্নি আয়াত শর্মাকে কোলে নিয়ে বিশালাকার কেক কাটলেন সকলের উপস্থিতিতে। কেক কাটার সেই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন হেলেন, সালমা খান, অর্পিতা খান, আয়ুশ শর্মা, সেলিম খান, রীতেশ দেশমুখ, জেনেলিয়া, মুকেশ আম্বানি, নীতা আম্বানি সহ আরও অনেকে।
জন্মদিন উপলক্ষে ভাইজান পরেছিলেন একটি কালো রঙের শার্ট এবং ডেনিম জিন্স। মামার সঙ্গে ম্যাচিং করে আয়াত একটি সোনালী এবং কালো রঙের পোশাকে সেজেছিল। ৪ টায়ারের এই কেকটি ফুলের সাজে সাজানো হয়েছিল।
কেক কাটার পর আতশবাজির রোশনাইয়ে ভরে গিয়েছিল গুজরাটের জামনগর। সলমন অভিনীত ‘কিক’ সিনেমার গানের তালে তালে আলোর রোশনাই দেখে মুগ্ধ হতে হয়। বলাই বাহুল্য, গোটা ব্যাপারটি যে আম্বানিরা ভীষণ সযত্নে পরিচালনা করেছেন, তা বেশ বোঝাই যায় ছবিগুলি দেখে।
আরও পড়ুন: অনুমতি ছাড়াই বরুণের মেয়ের মুখ দেখিয়ে ফেলল পাপারাৎজি! চটে লাল ভক্তরা, বলছে, 'একটু তো লজ্জাশরম...'
আরও পড়ুন: 'অনেক অত্যাচার করেছি নিজের উপর', হঠাৎ কেন এমন বললেন অরিজিৎ?
সলমনের জন্মদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইজানকে শুভেচ্ছা জানিয়েছেন অজয় দেবগন, বরুণ ধাওয়ান, শিল্পা শেট্টি সহ আরও অনেকে। সলমনের জন্মদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইজানকে শুভেচ্ছা জানিয়ে অজয় একটি ছবি পোস্ট করে লিখেছেন, সিংঘম টু চুলবুল। শিল্পা সলমনের উদ্দেশ্যে লিখেছেন,হ্যাপি বার্থডে রকস্টার। সাধারণ মানুষের তরফ থেকে অগুন্তি ভালোবাসা পেয়েছেন ভাইজান। সব মিলিয়ে ৬০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ভাইজানের এই বছরের জন্মদিন যে ভীষণ স্পেশাল ভাবে অনুষ্ঠিত হয়েছে, সেটা বেশ বোঝাই যাচ্ছে।