ছোটবেলা থেকে যারা গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসেন তারা কোনো না কোনো সময় পড়েছেন শার্লক হোমস। বিদেশি এই গোয়েন্দার বুদ্ধির তারিফ না করলেই নয়। ফেলুদার পাশাপাশি শার্লক হোমসের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। এবার সেই চরিত্রই ফুটে উঠবে বড় পর্দায়।
সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সরলাক্ষ হোমস’ ছবির অফিসিয়াল টিজার মুক্তি পেয়েছে গত ২৭ জুন। নাম ভূমিকায় অভিনয় করছেন ঋশভ বসু। শার্লক হোমসের বাংলা অনুবাদ করা হয়েছে বলে নামটিও পাল্টে দেওয়া হয়েছে ছবিতে। ছবির কাহিনী অনুযায়ী ব্রিটিশরা সরলাক্ষ নাম উচ্চারণ করতে পারেন না বলেই তারা শার্লক নামটি উচ্চারণ করেন।
টিজার প্রসঙ্গে
লন্ডনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবিটি। একটি খুনের কিনারা করতে ডেকে আনা হয় সরলাক্ষকে। গৌরবের কাকার রহস্যময় খুনের তদন্ত করবেন গোয়েন্দা। তবে কাজটা এত সহজ হবে তা মনে হয় না, ছবির প্রতিটি মুহূর্তে থাকবে টানটান উত্তেজনা এবং দুরন্ত অ্যাকশন।
ছবিতে ঋশভ ছাড়া অভিনয় করছেন রাজনন্দিনী পাল, কাঞ্চন মল্লিক, অর্না মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র সহ আরও অনেকে। বহুদিন বাদে সাহিত্যের পাতা থেকে এমন একটি গোয়েন্দা চরিত্র সিনেমার পর্দায় উঠে আসায় বেশ খুশি দর্শকরা।