বাংলা নিউজ > বায়োস্কোপ > Vijay Setupathi in Jawan: বিজয় জওয়ানের হিরো না ভিলেন? মুক্তি পেল পোস্টার, মিলল না উত্তর
পরবর্তী খবর
Vijay Setupathi in Jawan: বিজয় জওয়ানের হিরো না ভিলেন? মুক্তি পেল পোস্টার, মিলল না উত্তর
1 মিনিটে পড়ুন Updated: 25 Jul 2023, 10:00 AM ISTSubhasmita Kanji
Vijay Setupathi in Jawan: আগামী সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’। এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। অ্যাটলি পরিচালিত এই ছবির নতুন একটি পোস্টার মুক্তি পেল।
বিজয় জওয়ানের হিরো না ভিলেন?
টুকটুক করে এগিয়ে আসছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ ছবির মুক্তির দিন। পাল্লা দিয়ে বাড়ছে ভক্তদের উন্মাদনা। সেই উন্মাদনার মাত্রা আরও একটু বাড়িয়ে সোমবার, ২৪ জুলাই শাহরুখ খান নিজেই এই ছবির নতুন একটি পোস্টার প্রকাশ্যে আনলেন। সেই পোস্টারে একেবারে অদেখা লুকে দেখা মিলল বিজয় সেতুপতির অর্থাৎ এই ছবির খলনায়কের। শাহরুখ খান এখানে বিজয়ের চরিত্রটির সঙ্গে আলাপ করিয়ে লিখেছেন মৃত্যুর কারবারি।
কিং খান যে ছবিটি শেয়ার করেছেন সেখানে বিজয়কে সানগ্লাস পরে থাকতে দেখা যাচ্ছে। আর সঙ্গে শান্ত অথচ শক্তিশালী লুক দিয়েছেন তিনি। বিজয় সেতুপতির এই নতুন অবতারের ছবি প্রকাশ্যে এনে শাহরুখ খান লেখেন, 'কারও ওকে আটকানোর সাধ্যি নেই। নাকি আছে? নিজেরাই সেটা দেখে নেবেন। বিজয় সেতুপতি। জওয়ান ছবির প্রিভিউ মুক্তি পেয়ে গিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে এই ছবি।' বাদশা আরও জানিয়েছেন যে এই ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে।
কিং খান এই ছবি পোস্ট করতে দেরি আছে, কমেন্টের বন্যা বইতে মোটেই দেরি হয়নি। অভিনেত্রী ভূমি পেডনেকর লেখেন, 'উন্মাদনার লেভেল এখন ১০০!' আরেক ব্যক্তি লেখেন, 'এটা ব্লকব্লাস্টার হচ্ছেই।' অনেকেই আবার তাঁদের দুজনের প্রশংসা করে লিখেছেন যে 'আপনাদের একসঙ্গে দেখার জন্য আর তর সইছে না।'