Srijato Bandopadhyay: প্রথম ছবি ‘মানবজমিন’ মুক্তির আগেই পরিচালক শ্রীজাত ঘোষণা করলেন দ্বিতীয় ছবির। প্রযোজনায় রানা সরকার। জুটি বাঁধছেন পরমব্রত-সোহিনী।
জুটি বাঁধছেন পরমব্রত-সোহিনী
‘মানবজমিন’-এর হাত ধরে পরিচালনায় হাতেখড়ি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের। নতুন বছরের ৬ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। পরিচালক হিসেবে প্রথম ছবি মুক্তির আগেই দ্বিতীয় ছবির কথা ঘোষণা করলেন শ্রীজাত।
একসময় ‘অটোগ্রাফ’ ছবির জন্য শ্রীজাত গানের শব্দ লিখেছিলেন ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’। সেই গানের সুর দিয়েছিলেন দেবজ্যোতি মিশ্র। এবার তাঁরই লেখা গানের অনুসরণে ছবির নাম ঠিক হয়েছে ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’। প্রযোজনায় রানা সরকার।
শ্রীজাতর দ্বিতীয় ছবির কেন্দ্রে দু’জন চরিত্র। নতুন ছবিতে জুটি হিসাবে দেখা যাবে সোহিনী সরকার এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে। কলেজস্ট্রিট বইপাড়া, ট্রামলাইনকে ঘিরে ছবির গল্প বুনেছেন পরিচালক। ছবির কাহিনি এবং চিত্রনাট্যও লিখেছেন তিনি। এই ছবিতে ট্রামের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছবির চিত্রনাট্যে একজন কবির জীবনও ওতপ্রোতভাবে জড়িয়ে।