বাংলা নিউজ > বায়োস্কোপ > Tithi Basu: এই শীতে কি ফের টলিউডে সানাই বাজতে চলল? বিয়ে করছেন নাকি 'মা' খ্যাত তিথি?
পরবর্তী খবর
Tithi Basu: এই শীতে কি ফের টলিউডে সানাই বাজতে চলল? বিয়ে করছেন নাকি 'মা' খ্যাত তিথি?
1 মিনিটে পড়ুন Updated: 09 Nov 2023, 09:26 PM ISTSubhasmita Kanji
Tithi Basu: অভিনেত্রী তিথি বসু কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? ছবি পোস্ট করে কী জানালেন মা খ্যাত অভিনেত্রী?
শ্রীপর্ণা-সন্দীপ্তার পর কি এবার এই শীতেই বিয়ে করছেন 'মা' ধারাবাহিকের তিথি?
টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীদেরই এই শীতে বিয়ে হতে চলেছে। তালিকাটা বেশ লম্বা, শ্রীপর্ণা রায়, সন্দীপ্তা সেন, প্রমুখ বিয়ে করতে চলেছেন শীঘ্রই। এবার কি দলে নাম লেখাতে চললেন মা ধারাবাহিক খ্যাত তিথি বসু? কী জানালেন এদিন ছবি পোস্ট করে?
তিথি বসুর পোস্ট
মা ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল। পরী ওরফে ঝিলিকের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিথি। বর্তমানে গ্ল্যামার এবং বিনোদন জগৎ থেকে দূরে থাকলেও মাঝে মধ্যে তিনি খবরের শিরোনামে উঠে আসেন বইকি। এদিন তেমন ভাবেই তিনি এমন একটি পোস্ট করেন যা দেখে চমকে যান সকলেই।
তিথি বসু এদিন সবুজ একটি শাড়ির সঙ্গে ম্যাচ করে নীল স্লিভলেস ব্লাউজ পরেছিলেন। সঙ্গে ছিল গা ভর্তি গয়না। এমনকি তাঁর হাতে শাঁখা পলাও দেখা যায়। এক ঝলক দেখে মনে হবে যেন তাঁর বিয়ে। কিন্তু না সেটা সত্যি নয়। তিনি আদতে একটি সোনার দোকানের হয়ে শুট করতে গিয়েছিলেন।