বাংলা নিউজ > ঘরে বাইরে > অন্ত্র ছিঁড়ে ফেলল বাঁদরের দল, ১০ বছরের বালকের মৃত্যু
পরবর্তী খবর
অন্ত্র ছিঁড়ে ফেলল বাঁদরের দল, ১০ বছরের বালকের মৃত্যু
1 মিনিটে পড়ুন Updated: 14 Nov 2023, 02:24 PM ISTChiranjib Paul
সপ্তাহ খানেক ধরে বাঁদরের অত্যাচারে বিপর্যস্ত গ্রামবাসীরা। তারা বনদফতরকে বিষয়টি জানিয়েছেন। গ্রামের মন্দিরের লাগোয়া একটি গাছে বাদরের দলটি অবস্থান করছে।
বাদরের হামলায় মৃত্যু হল ১০ বছরের এক বালকের।
গুজরাটের গান্ধীনগরে বাঁদরের হামলায় মৃত্যু হল ১০ বছরের এক বালকের। দীপক ঠাকুর নামে বালকটি বন্ধুদের সঙ্গে দহগাম তালুকের সালকি গ্রামের একটি মন্দিরের সামনে খেলছিল, সেই সময় একদল বাঁদর হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, হামলায় বালকটির অন্ত্র ছিঁড়ে যায়। বাঁদরের হাত থেকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এক সপ্তাহের মধ্যে ওই গ্রামে এই নিয়ে তৃতীয় বার বাদরের দল হামলা করল।
সপ্তাহ খানেক ধরে বাঁদরের অত্যাচারে বিপর্যস্ত গ্রামবাসীরা। তারা বনদফতরকে বিষয়টি জানিয়েছেন। গ্রামের মন্দিরের লাগোয়া একটি গাছে বাদরের দলটি অবস্থান করছে।
বনদফতরের এক কর্তা বিশাল চৌধুরী পিটিআইকে জানিয়েছেন, 'আমরা গত সপ্তাহে দুটি লেঙ্গুরকে উদ্বোধন করেছি এবং আরকেটি লেঙ্গুরকে ফাঁদে ফেলার জন্য খাঁচা পেতেছি।'
তিনি জানান, গ্রামে একটি বড় বাদরের দল রয়েছে, যার মধ্যে চারজন প্রাপ্ত বয়স্ক। তারাই গত এক সপ্তাহ ধরে বিভিন্ন হামলার সঙ্গে জড়িত। এদের দুজনকে আটক করা হয়েছে। আরেকজনকে আটক করার চেষ্টা চলছে।