Tata Steel-এর সঙ্গে জুড়ে যাচ্ছে টাটার ৭টি ধাতু সংস্থা Updated: 23 Sep 2022, 12:29 PM IST Soumick Majumdar টাটা গোষ্ঠী ভারতীয় স্টক এক্সচেঞ্জে এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। তাতে বলা হয়েছে, সংস্থার পরিচালনা পর্ষদ (বোর্ড) ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায়, অন্যান্য বিষয়ের পাশাপাশি নিম্নলিখিত সাতটি সংস্থার একত্রীকরণের অনুমোদন দিয়েছে।