সংস্থার প্রাক্তন কর্মী সারা পিয়ার্স এই মামলা করেছেন। তাঁর দাবি, Better.com-এর আর্থিক বিবৃতিগুলি ভুলভাবে উপস্থাপন করেছেন সিইও বিশাল গর্গ, অভিযোগ সারা পিয়ার্সের।
ফাইল ছবি: টুইটার
Better.com-এর সিইও বিশাল গর্গের বিরুদ্ধে মামলা প্রাক্তন কর্মীর। তাঁর অভিযোগ, আর্থিক সম্ভাবনা এবং কর্মক্ষমতা সম্পর্কে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন বিশাল।
SoftBank-সমর্থিত এই সংস্থা Better.com। মর্টগেজ সংস্থা এটি। তাতে সেলস ও অপারেশনের প্রাক্তন এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট সারা পিয়ার্স এই মামলা করেছেন। তাঁর দাবি, বিশাল সংস্থার প্রকৃত করুণ আর্থিক অবস্থা লুকিয়েছেন। আর তার ফলেই বিনিয়োগকারীদের SPAC মার্জার নিশ্চিত করেছেন। Better.com-এর আর্থিক বিবৃতিগুলি ভুলভাবে উপস্থাপন করেছেন সিইও, অভিযোগ সারা পিয়ার্সের।
Better.com-এর এক আইনজীবীর পাল্টা দাবি, 'অভিযোগ ভিত্তিহীন।'
মঙ্গলবার নিউ ইয়র্কের আদালতে দায়ের করা মামলায় সারা বলেন, চুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। সেই রাগ থেকে প্রতিশোধ হিসsবে তাঁকে ফেব্রুয়ারিতে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন তিনি আর্থিক ক্ষতিপূরণ চাইছেন। Better.com-এর একজন আইনজীবী রয়টার্সকে ইমেল করা বিবৃতিতে বলেছেন, 'আমরা অভিযোগের দাবিগুলি পর্যালোচনা করেছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সেগুলি ভিত্তিহীন।'