বাংলা নিউজ > ঘরে বাইরে > Indian woman in Pakistan: বিয়ে করব না! 'প্রেমের টানে' পাকিস্তানে যাওয়া ভারতীয় বধূকে নিয়ে বললেন নাসিরুল্লা
পরবর্তী খবর
Indian woman in Pakistan: বিয়ে করব না! 'প্রেমের টানে' পাকিস্তানে যাওয়া ভারতীয় বধূকে নিয়ে বললেন নাসিরুল্লা
2 মিনিটে পড়ুন Updated: 25 Jul 2023, 07:06 AM ISTAyan Das
Indian woman in Pakistan: আপাতত পাকিস্তানে আছেন ভারতীয় বধূ অঞ্জু। যিনি প্রেমের টানে পাকিস্তানে গিয়েছেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়। যদিও পাকিস্তানি যুবক নাসিরুল্লা জানিয়েছেন, অঞ্জুকে বিয়ে করার কোনও পরিকল্পনা নেই।
সত্যিই কি ফেসবুক বন্ধুর ভালোবাসার টানে পাকিস্তানে চলে গিয়েছেন ভারতের এক বিবাহিত মহিলা? দিনকয়েক ধরে সেই বিষয়টি নিয়ে গুঞ্জন, হইচই চললেও পাকিস্তান থেকে অঞ্জু নামে ওই মহিলা দাবি করলেন, ফেসবুক বন্ধু নাসরুল্লাকে বিয়ে করার জন্য পাকিস্তানে যাননি। অহেতুক বিষয়টি নিয়ে হইহই করা হচ্ছে। একইসুরে ফেসবুক বন্ধু নাসরুল্লা দাবি করেছেন, তাঁদের মধ্যে প্রেমের কোনও সম্পর্ক নেই। বিয়েরও কোনও পরিকল্পনা নেই তাঁদের। বরং আগামী ২০ অগস্ট ভারতে ফিরে আসবেন অঞ্জু। যেদিন অঞ্জুর ভিসার মেয়াদ শেষ হচ্ছে। দুই সন্তানের (১৫ বছরের মেয়ে এবং ছয় বছরের ছেলে আছে) মা অঞ্জু অবশ্য দাবি করেছেন, তিন-চারদিনের মধ্যে দেশে ফিরে আসবেন। যিনি উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে স্বামী ও দুই সন্তানের সঙ্গে রাজস্থানের আলওয়ার জেলায় থাকতেন।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে ফেসবুকের মাধ্যমে অঞ্জু এবং নাসরুল্লার আলাপ হয়। পরবর্তীতে মজবুত হয় সম্পর্কের বাঁধন। তারইমধ্যে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আপার দির জেলায় চলে যান অঞ্জু। একাধিক রিপোর্টে দাবি করা হয়, স্থানীয় সাংবাদিকদের অঞ্জু নাকি জানিয়েছেন যে ফেসবুকে নাসরুল্লার সঙ্গে আলাপ হয়। যা গড়ায় প্রেমে। নাসরুল্লাকে ভালোবাসেন তিনি। তাই পাকিস্তানে চলে এসেছেন। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, জিয়ো নিউজে আপার দির জেলার পুলিশ অফিসার মুস্তাক খানও দাবি করেন যে ‘ভালোবাসার টানে নয়াদিল্লি থেকে পাকিস্তানে এসেছেন অঞ্জু এবং এখানে সুখে আছেন।’
যদিও সেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন নাসরুল্লা (২৯)। পিটিআই প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের পেশোয়ারের ৩০০ কিলোমিটার দূরে কুলশো গ্রাম থেকে ফোনে তিনি দাবি করেছেন যে ‘অঞ্জু নেহাতই পাকিস্তানে ঘুরতে এসেছে এবং আমাদের বিয়ের কোনও পরিকল্পনা নেই। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ২০ অগস্ট ও নিজের দেশে ফিরে যাবে। আমার পরিবারের অন্যান্য মহিলা সদস্যদের সঙ্গে অঞ্জু অন্য একটি ঘরে থাকছে।’ অঞ্জুও বলেছেন, ‘আগামী দুই থেকে চারদিনের মধ্যে আমি আমার দেশে ফিরে যাব।’