বাংলা নিউজ > ঘরে বাইরে > FD Interest Rate: এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের FD-তে লাফিয়ে বাড়ল সুদের হার, মিলবে ৭.৫% পর্যন্ত
পরবর্তী খবর
FD Interest Rate: এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের FD-তে লাফিয়ে বাড়ল সুদের হার, মিলবে ৭.৫% পর্যন্ত
1 মিনিটে পড়ুন Updated: 28 May 2023, 12:58 PM ISTAyan Das
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করা হল। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সাতদিন থেকে ১০ বছরের মেয়াদের এফডির ক্ষেত্রে সুদের হার তিন শতাংশ থেকে ছয় শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হারের বড়সড় পরিবর্তন করল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দু'কোটি টাকার কম মূল্যের এফডিতে সেই সুদের হার পরিবর্তন করা হয়েছে। আর সেই পরিবর্তনের ফলে সাতদিন থেকে ১০ বছরের মেয়াদের এফডির ক্ষেত্রে সুদের হার তিন শতাংশ থেকে ছয় শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। শুধুমাত্র যে এফডি বা স্থায়ী আমানতের মেয়াদ এক বছরের, সেই এফডিতে সাত শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা (সাধারণ মানুষ)। যে নয়া সুদের হার শুক্রবার (২৬ মে) থেকে কার্যকর হয়েছে।
বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার (সাধারণ মানুষের ক্ষেত্রে)
১) ৭ দিন থেকে ৪৫ দিন: তিন শতাংশ।
২) ৪৬ দিন থেকে ১৭৯ দিন: ৪.৫ শতাংশ।
৩) ১৮০ দিন থেকে ২৬৯ দিন: পাঁচ শতাংশ।
৪) ২৭০ দিন থেকে ১ বছরের কম : ৫.৫ শতাংশ।
৫) ১ বছর: সাত শতাংশ (এক বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেই সুদের হার সবথেকে বেশি)।
প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের ফিক্সড ডিপোজিটের সুদের হার
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, সাত দিন থেকে ১০ বছরের মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা তিন শতাংশ থেকে ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। সর্বাধিক সুদ মিলবে এক বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে - ৭.৫ শতাংশ।