বাংলা নিউজ > ঘরে বাইরে > Mahua Moitra: 'আমি চাই দানবরা...', বিলকিস ধর্ষককে BJP নেতাদের সঙ্গে একমঞ্চে দেখে মহুয়ার টুইট
পরবর্তী খবর
Mahua Moitra: 'আমি চাই দানবরা...', বিলকিস ধর্ষককে BJP নেতাদের সঙ্গে একমঞ্চে দেখে মহুয়ার টুইট
1 মিনিটে পড়ুন Updated: 27 Mar 2023, 01:12 PM ISTChiranjib Paul
১৯৯২ সালে রাজ্য সরকারের পুরনো মুকুব নীতি অধীনে স্বাধীনতা দিবসের দিন দোষীদের সাজা শেষ হওয়ার আগেই মুক্তি দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জে জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছে। আজ অর্থাৎ সোমবার বিচারপতি কে এম জোসেফের এবং বিভি নাগারথনাকে নিয়ে গঠিত একটি নতুন বেঞ্চে এই মামলার শুনানি ছিল।
মঞ্চে বিলকিস বানোর ধর্ষণে দোষী সাব্যস্ত শৈলেশ ভাটকে বিজেপি নেতাদের সঙ্গে বসে থাকতে দেখা যায়।
গুজরাট সরকারের একটি জলপ্রকল্পের অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান চলছেন। মঞ্চে বিজেপি নেতাদের সঙ্গে বসে রয়েছে বিলকিস বানো গণধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি। সোমবার এই ছবি শেয়ার করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কটাক্ষ করেছেন বিজেপি সরকারকে।
টুইটে মহুয়া লিখেছেন,'আমি এই দানবদের আবার জেলে দেখতে চাই এবং চাবিটি যেন ফেলে দেওয়া হয়। আমি চাই এই সরকার, যারা ন্যায়বিচারের এই প্রতারণাকে সাধুবাদ জানায়, তাদের যেন মানুষ ভোট না দেয়। আমি চাই ভারত তার নৈতিক অনুকম্পা পুনরুদ্ধার করে।'
রাজ্য সরকারের একটি জলপ্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে একই একই মঞ্চে বসে থাকতে দেখা যায় দাহোদের বিজেপি সাংসদ যশবন্ত সিং ভাভোর, তাঁর ভাই লিমখেদার বিধায়ক শৈলেশ ভাভোরের সঙ্গে বানোর ধর্ষণে দোষী সাব্যস্ত শৈলেশ ভাটকে।
১৯৯২ সালে রাজ্য সরকারের পুরনো মুকুব নীতি অধীনে স্বাধীনতা দিবসের দিন দোষীদের সাজা শেষ হওয়ার আগেই মুক্তি দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জে জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছে। আজ অর্থাৎ সোমবার বিচারপতি কে এম জোসেফের এবং বিভি নাগারথনাকে নিয়ে গঠিত একটি নতুন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তার আগে মহুয়া মৈত্রের এই টুইট।
২০০২ সালে ধর্ষকদের মুক্তির বিরুদ্ধে একাধিক পিটিশন দায়ের হয়। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সেই পিটিশনে আবেদনকারীর একজন।
শনিবার সরকারি অনুষ্ঠানের ছবিগুলি টুইটারে শেয়ার করেন সাংসদ যশবন্তসিংহ নিজেই। তিনি লিখেছেন, 'দাহোদ জেলার লিমখেদা তালুকে, কাদানা বাঁধে পাইপলাইন-ভিত্তিক লিমখেদা গ্রুপ জল সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হল। খরচ হয়েছে অনুমানিক ১০১ কোট ৮৯ লক্ষ টাকা। এর ফলে লিমখেদা তালুকের ৪৩টি গ্রাম, সিংওয়াদ তালুকের ১৮টি গ্রাম ও ঝালোদ তালুকের ৩টি গ্রাম উপকৃত হবে।'
প্রসঙ্গত, গুজরাট দাঙ্গার সময় পাঁচমাসের গর্ভবতী ২১ বছর বয়সী বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়। তাঁর তিন বছরের মেয়ে-সহ পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়। এই অভিযোগে ২০০৮ সালে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।