কানাডায় খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুবার্ষীকিতে সম্প্রতি কানাডার সংসদে নীরবতা পালন করা হয়েছিল। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার কড়া কথা শোনাল ভারত। এমনিতেই নিজ্জরের হত্যাকাণ্ড ইস্যুতে ভারত-কানাডার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বিগত কয়েক মাসে। এই আবহে সেই নিজ্জরের মৃত্যুবার্ষীকিতে কানাডার সংসদে নীরবতা পালনের বিষয়টি ভালো চোখে দেখেনি ভারত। এই আবহে ইতিমধ্যেই ১৯৮৫ সালে খলিস্তানি জঙ্গিদের দ্বারা সংগঠিত এয়ার ইন্ডিয়া বিস্ফোরণের স্মৃতি উস্কে দিয়েছে ভারত। সেই উড়ানটি কানাডা থেকেই উড়ে গিয়েছিল। ঘটনায় ৩২৯ জনের মৃত্যু ঘটেছিল। তাঁদের অধিকাংশ কানাডার নাগরিক ছিলেন। এই সবের মাঝেই আবার সপ্তাহান্তে ভ্যানকুবারে ভারত বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে খলিস্তানিরা। তা নিয়েও সরব হয়েছে দিল্লি। (আরও পড়ুন: ৪ দফার বকেয়া ডিএ মেটানোর দাবি কর্মীদের, অপরদিকে বেতন বাড়াতে কমিশন গঠন রাজ্যের)