বাংলা নিউজ > ঘরে বাইরে > Jammu and Kashmir Delimitation: একই ভুল! কাশ্মীর নিয়ে ‘অযৌক্তিক’ মন্তব্য, ‘হতাশ’ ভারতের তিরস্কার হজম OIC-র
পরবর্তী খবর
ফের একবার কাশ্মীর ইস্যুতে মুখ খুলল ইসলামিক দেশগুলির সংগঠন ওআইসি। এবং এর প্রেক্ষিতে ভারতও কড়া জবাব দিল ওআইসিকে। সম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মীরের বিধানসভার আসনের পুনর্বিন্যাশ হয়। সেই নিয়ে মন্তব্য করে ওআইসি সচিবালয়। আর ওআইসির সেই মন্তব্যের প্রেক্ষিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘আমরা হতাশ যে ওআইসি সচিবালয় আবারও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক মন্তব্য করেছে।’ (আরও পড়ুন: ‘ভারতের সমালোচনা করবেন না...’, অপ্রত্যাশিত ভাবে নয়াদিল্লির ‘ঢাল’ হল বেজিং!)