আগামী ২১ জানুয়ারি মুখ্য নির্বাচনী অফিসার কিরণ দীনকারাও গিট্টের কাছে স্মারকলিপি জমা দেবে। সিপিএমের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করল কংগ্রেস। এদিন সিপিএম রাজ্য দফতরে দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেসের ত্রিপুরার পর্যবেক্ষক অজয় কুমার।
বাম–কংগ্রেস–টিপিপি গুরুত্বপূর্ণ বৈঠক করল, ত্রিপুরায় আসন বণ্টন হতে চলেছে (ছবিটি প্রতীকী, সৌজন্যে টুইটার এবং পিটিআই)
ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস–সিপিএম জোট হয়েছে। আজ, বৃহস্পতিবার তাঁরা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি হিসাবে ত্রিপুরা পিপলস পার্টিকে সঙ্গে নিয়ে বিজেপিকে এই উত্তর–পূর্ব ভারতের রাজ্যে ক্ষমতায় আসা থেকে আটকাতে তৎপর হল। তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছে আগামী ২১ জানুয়ারি মুখ্য নির্বাচনী অফিসার কিরণ দীনকারাও গিট্টের কাছে স্মারকলিপি জমা দেবে। এভাবেই তাঁদের ঐক্যবদ্ধ জোটের কর্মসূচি শুরু হবে। সিপিএমের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করল কংগ্রেস। এদিন সিপিএম রাজ্য দফতরে দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেসের ত্রিপুরার পর্যবেক্ষক অজয় কুমার।
এই তিনটি রাজনৈতিক দল একসঙ্গে একটি পদযাত্রা করবে। সেই পদযাত্রা থেকে স্লোগান উঠবে, ‘আমার ভোট, আমার অধিকার।’ সেখানে তিনটি দলের পৃথক পতাকা থাকবে বলে জানানো হয়েছে। এদিন আগরতলা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী থেকে সুদীপ বর্মণ সবাই। এখানে আসন বন্টন নিয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়ে ত্রিপুরার সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, ‘এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি ২১ জানুয়ারি পদযাত্রা হবে। গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করতে এই পদযাত্রা হবে। আর অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতেই এই সমাবেশের আয়োজন।’