Mahua attacks Nishikant Dubey: 'ভুল মানুষের সঙ্গে ঝামেলা করছে', নিশিকান্তকে 'ঝাড়খণ্ডি পিটবুল' বলে আক্রমণ মহুয়া
1 মিনিটে পড়ুন Updated: 28 Oct 2023, 11:54 AM IST৩১ অক্টোবর এথিক্স কমিটি তলব করেছে সাংসদ মহুয়া মৈত্রকে। কিন্তু তিনি সেদিন সংসদে হাজির থাকবেন না বলে জানিয়ে একটি চিঠি লিখেছিলেন মহুয়া। তাতে নিশিকান্তের পদবি ‘দুবে’র বদলে ‘দুবাই’ লেখা হয়। তা নিয়ে মহুয়াকে কটাক্ষ করেছিলেন নিশিকান্ত।
নিশিকান্ত দুবে এবং মহুয়া মৈত্র