বাংলা নিউজ > ঘরে বাইরে > BJP on Mamata Banerjee's Oxford Speech: জগৎ-অর্থনীতিতে শ্রেষ্ঠ হবে ভারত! অক্সফোর্ডে ‘মানতে চাননি’ মমতা, নিন্দায় বিজেপি
পরবর্তী খবর
BJP on Mamata Banerjee's Oxford Speech: জগৎ-অর্থনীতিতে শ্রেষ্ঠ হবে ভারত! অক্সফোর্ডে ‘মানতে চাননি’ মমতা, নিন্দায় বিজেপি
2 মিনিটে পড়ুন Updated: 28 Mar 2025, 02:25 PM ISTSatyen Pal
অক্সফোর্ডে এক আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় ২০৬০ সালের মধ্যে ভারতের বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পূর্বাভাসের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্য়মন্ত্রী। (@AITCofficial on X via PTI Photo)
অক্সফোর্ডে আলোচনা। সেখানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিকে ২০৬০ সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তাতে কার্যত আপত্তি জানিয়েছিলেন মমতা। তিনি এই কথার সঙ্গে কার্যত একমত বা বিশ্বাস করতে চাননি বলে খবর। আর মমতার এই মতামতকে নিয়ে এবার তীব্র সমালোচনা করছে বিজেপি।
একটি ভিডিও ক্লিপে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, তিনি এই প্রজেকশনের সঙ্গে 'একমত নন'। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। ভারতে বিজেপি এনিয়ে তীব্র কটাক্ষ করছে।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে 'পশ্চিমবঙ্গে সামাজিক উন্নয়ন- কন্যা, শিশু ও নারীর ক্ষমতায়ন' শীর্ষক কথোপকথনে ব্যস্ত থাকতে দেখা গেছে, যেখানে তিনি ২০৬০ সালের মধ্যে ভারত বিশ্বের প্রথম অর্থনীতি হয়ে উঠবে বলে দাবি করার সাথে তিনি একমত নন।