বাই ব্যাকের ফলে Paytm-এর শেয়ার সাময়িকভাবে চড়তে শুরু করতে পারে। তবে আইপিও-র স্তরে(২,১৫০ টাকা) প্রত্যাবর্তনের সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই বললেই চলে। এর মধ্যেই অনেক বিনিয়োগকারী চিন্তিত যে, আসল ব্যবসায় লোকসানের বোঝা কমানোর দিকে এগনোর পরিবর্তে শেয়ারের দাম বাড়ানোর জন্য নিজেদেরই টাকা খরচ করছে পেটিএম।