বাংলা নিউজ > ঘরে বাইরে > Stolen Cow Case: চোরকে জেরা করে চোরাই গরুর হদিশ মিলল নেতার গোয়ালে! বড় অভিযানে পুলিশ, কোথায় ঘটল?
পরবর্তী খবর
Stolen Cow Case: চোরকে জেরা করে চোরাই গরুর হদিশ মিলল নেতার গোয়ালে! বড় অভিযানে পুলিশ, কোথায় ঘটল?
1 মিনিটে পড়ুন Updated: 24 Mar 2025, 01:24 AM ISTSritama Mitra
পুলিশ বলছে, ধৃত ছোটন প্রামাণিকের বিরুদ্ধে আরও একটি চুরির মামলা রয়েছে। বাংলাদেশের বগুড়া, জয়পুরহাট, নওগাঁসহ একাধিক জায়গায় গরু চুরি কাণ্ডে জড়িত ছোটন।
বাংলাদেশে চোরাই গরুর হদিশ মিলল বিএনপি নেতার গোয়ালে। (প্রতীকী ছবি)
বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা শাখা একযোগে বড় অভিযান চালিয়ে নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া গরুর সন্ধান পেল শেষমেশ। গোটা ঘটনার কথা প্রেস কনফারেন্সে জানিয়েছে বাংলাদেশের পুলিশ। জানা গিয়েছে, ১৩ টি চোরাই গরু উদ্ধার হয়েছে বাংলাদেশের বিএনপি নেতার গোয়ালঘর থেকে। গোটা ঘটনা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে বাংলাদেশের পুলিশ। তবে যেভাবে তারা এই চোরাই গরু উদ্ধার করেছে, সেই ঘটনারও সম্পূর্ণ বিবরণ দিয়েছে বাংলাদেশ পুলিশ।
নওগাঁর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এক চোরকে জেরা করে তারা এই চোরাই গরুর হদিশ পেয়েছে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, গরু চুরিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে, ছোটন প্রামাণিক নামের একজনকে গ্রেফতার করা হয়। বহু তথ্য প্রযুক্তি ব্যবহার করে, বাংলাদেশের ছোটন প্রামাণিককে বাংলাদেশের আত্রাই থানার পুলিশ গ্রেফতার করে। পুলিশ বলছে, প্রাথমিক জেরায় ছোটন প্রামাণিক চুরির কথা স্বীকার করেন এবং গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দেয়। এদিকে, এর আগের ঘটনা বর্ণনা করে পুলিশ। পুলিশ জানায়, ১৪ মার্চ গভীর রাতে আত্রাই থানার নৈদিঘী গ্রামের মোরশেদ আলি শেখের বাড়ির গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়। তারপরই পুলিশের জালে ধরা পড়ে ছোটন। চোর হিসাবে অভিযুক্ত ছোটনকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পায় পুলিশ, তার ভিত্তিতে বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়নে যৌথ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আত্রাই থানা পুলিশ। পুলিশ বলছে, ছোটন জানিয়ে দেয়, ওই চুরি যাওয়া গরু কোথায় রয়েছে, সেই এলাকার হদিশ। বাংলাদেশ পুলিশ বলছে, অভিযানে কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের বাড়ির গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। এই ১৩ টি উদ্ধার হওয়া গরুর মধ্যে ৫ টি আত্রাই থেকে চুরি হওয়া গরু।
এদিকে, যে বিএনপি নেতার বাড়ির গোয়ালে ওই গরুগুলি পাওয়া যায়, তাকে এখনও ধরতে পারেনি পুলিশ। তহে তল্লাশি চলছে। বিএনপি নেতা আব্দুল গফুর শাহকে খুঁজছে পুলিশ। এদিকে, কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জানিয়েছেন, আব্দুল গফুর শাহকে দল থেকে বহিষ্কারের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে দল। এদিকে, পুলিশ বলছে, ধৃত ছোটন প্রামাণিকের বিরুদ্ধে আরও একটি চুরির মামলা রয়েছে। বাংলাদেশের বগুড়া, জয়পুরহাট, নওগাঁসহ একাধিক জায়গায় গরু চুরি কাণ্ডে জড়িত ছোটন।