কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের( CNG) দাম প্রতি কেজিতে এক টাকা করে বৃদ্ধি করল সরকার। ২২জুন সকাল ৬টা থেকে এই নয়া দাম কার্যকরী হয়েছে। এর জেরে গোটা দেশেই সিএনজির দাম আচমকাই বেড়ে গিয়েছে। এর জেরে গাড়ি চালানোর খরচও বেড়ে গেল স্বাভাবিকভাবেই। নিউ দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, ও ন্যাশানাল ক্যাপিটাল রিজিয়নেও এর প্রভাব পড়ছে। দিল্লি-এনসিআরে সিএনজির দাম বাড়িয়েছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (আইজিএল)। এটি জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) এবং হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের কয়েকটি শহরেও কার্যকর হবে। দাম বাড়ার পর দিল্লিতে সিএনজির দাম পড়বে ৭৫.০৯ টাকা প্রতি কেজি।২২ জুন সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।কোনও দাম বাড়েনি গুরুগ্রামেসিএনজির দামে কোনও পরিবর্তন হয়নি। একইভাবে কার্নাল ও কৈথালেও দাম অপরিবর্তিত রয়েছে।বিভিন্ন শহরে সিএনজির দাম যাচাই করে নিন…ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের নতুন সিএনজি খুচরা দামের তালিকারয়েছে।১) দিল্লির এনসিটি : ৭৫.০৯ টাকা প্রতি কেজি২। নয়ডা: ৭৯.৭০ টাকা প্রতি কেজি৩। গ্রেটার নয়ডা (ইউপিএসআরটিসি সহ): প্রতি কেজি ৭৯.৭০/- টাকা।গাজিয়াবাদ: ৭৯.৭০ টাকা প্রতি কেজি৫। মুজাফফরনগর: ৮০.০৮ টাকা প্রতি কেজি৬। মিরাট: ৮০.০৮ টাকা প্রতি কেজি৭। শামলীঃ ৮০.০৮ টাকা প্রতি কেজি৮। গুরুগ্রাম: ৮০.১২ টাকা প্রতি কেজি ৯। রেওয়ারিঃ ৭৯.৭০/- টাকা প্রতি কেজি১০। কার্নাল: ৮০.৪৩ টাকা প্রতি কেজি১১. কৈথাল: ৮০.৪৩ টাকা প্রতি কেজি১২। কানপুর: প্রতি কেজি ৮২.৯২ টাকা১৩। হামিরপুর: ৮২.৯২ টাকা প্রতি কেজি১৪। ফতেহপুর: প্রতি কেজি ৮২.৯২ টাকা১৫। আজমীর: ৮২.৯৪ টাকা প্রতি কেজি১৬। পালি: প্রতি কেজি ৮২.৯৪ টাকা১৭। রাজসমন্দ: প্রতি কেজি ৮২.৯৪ টাকা১৮। মাহোবা: প্রতি কেজি ৮১.৯২ টাকা১৯। বান্দাঃ প্রতি কেজি ৮১.৯২ টাকা২০ টাকা। চিত্রকূট: প্রতি কেজি ৮১.৯২ টাকালখনউতে সরকারের সিএনজির দাম ইতিমধ্যে বেড়েছে। রবিবার থেকে বেড়েছে সিএনজির দাম। নতুন সিএনজির দাম এখন প্রতি কেজি ৯৪.০০ টাকা, যা লখনউতে ৯২.২৫ টাকা থেকে বেড়ে হয়েছে।এদিকে এই দাম বৃদ্ধির জেরে যারা সিএনজির গাড়ি চালান তাদের খরচও কিছুটা বেড়ে গেল। এর জেরে বহু মানুষের রোজকার খরচের সঙ্গে এবার বাড়তি চাপ যুক্ত হয়ে গেল। এটা বলাই যায়। এদিকে এবার সিএনজি চালিত গাড়ি ভাড়া বাড়ে কি না সেটাই দেখার।