Special Fixed Deposit Schemes: ফিক্স ডিপোজিটের ‘নীতি’ বদল এই ৩ ব্যাঙ্কের, ধাক্কা খাবেন কোন আমানতকারীরা?
Updated: 23 Sep 2022, 08:16 AM IST Abhijit Chowdhury 23 Sep 2022 icici bank, icici bank fixed deposit, hdfc bank, idbi bank, state bank of india, senior citizen fixed deposits, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ফিক্সড ডিপোজিটসম্প্রতি, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই এবং আইডিবিআই ব্যাঙ্ক ঘোষণা করেছে যে তারা প্রবীণ নাগরিকদের জন্য ‘বিশেষ ফিক্সড ডিপোজিট’ স্কিমগুলি ১ অক্টোবর থেকে বন্ধ করে দেবে। এইচডিএফসি প্রবীণ বাগরিকদের জন্য 'সিনিয়র সিটিজেন কেয়ার এফডি' বলে একটি স্কিম চালাচ্ছিল। ২০২০ সালের ১৮ মে এটি চালু করা হয়েছিল। এদিকে আইডিবিআই-এর 'নমন সিনিয়র সিটিজেন ডিপোজিট' নামে একটি প্রকল্প চালু করা হয়েছিল ২০২০ সালের ২০ এপ্রিল।
পরবর্তী ফটো গ্যালারি