Three Russian's Death in Odisha: কয়েকদিনের ব্যবধানে ওড়িশায় মৃত্যু তিন রাশিয়ানের, কী বলছে বিদেশ মন্ত্রক?
1 মিনিটে পড়ুন Updated: 06 Jan 2023, 08:15 AM ISTবিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, 'এই তিনটি মৃত্যুকে এক সূত্রে গাঁথা উচিৎ নয়।' তাঁর কথায়, ভারতে বহু বিদেশি নাগরিক ঘুরতে আসেন। তাঁদের মধ্যে অনেকেই রুশ নাগরিক।
কয়েকদিনের ব্যবধানে এক আইনপ্রণেতা সহ মোট তিনজন রাশিয়ানের মৃত্যু ঘটেছে ওড়িশায়।