তন্ময় চট্টোপাধ্যায়
কলকাতার পোস্তায় সেতু ভেঙে অন্তত ২০জনের মৃত্যু হয়েছিল। তৃণমূলের দাবি, সেই সময় ২০১৬ সালে এনিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার গুজরাতে ব্রিজ বিপর্যয় নিয়ে মোদীকে পালটা নিশানা করা শুরু করে দিল তৃণমূল।
তৃণমূল সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে টার্গেট করা শুরু করেছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ২০১৬ সালে মোদী বলেছিলেন কলকাতায় ফ্লাইওভার ভেঙে পড়া ভগবান বুঝিয়ে দিয়েছেন, এটা দুর্নীতির ফল। এবার গুজরাটের ঘটনায় সেই কথাটাই আমরা ফিরিয়ে দিচ্ছি তাঁকে। মৌরবিতে এত মানুষের মৃত্যুর কারণ, দেশজুড়ে অপকর্মের জন্য ভগবান বিজেপিকে অভিশাপ দিয়েছে।
এদিকে ২০১৬ সালের ৭ এপ্রিল মাদারিহাটে একটি সভায় মোদী এই কথা বলেছিলেন বলে দাবি করা হচ্ছে। সেই ভিডিয়োই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কুণাল ঘোষের দাবি, গুজরাট সরকার মৃতের সংখ্যা চেপে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সংবাদমাধ্যম সব সামনে এনে দিচ্ছে।