বন্যার জলে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন একটি বেরকারি ব্যাংকের দুই কর্মী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে হরিয়ানার ওল্ড ফরিদাবাদ রেলওয়ে আন্ডারপাসে।
হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়েছে, প্রয়াত দু'জনই এইচডিএফসি ব্যাংকে কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে একজন হলেন ৪৮ বছরের পুণ্যশ্রে শর্মা এবং অন্যজন হলেন ২৬ বছরের বিরাজ দ্বিবেদী।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রবল বৃষ্টিতে ওই আন্ডারপাসটি জলে ডুবে গিয়েছিল। এসইউভি-সহ সেই জমা জলের মধ্যেই আটকে পড়েন দুই ব্যাংক কর্মী। তার জেরেই প্রাণ হারাতে হয় তাঁদের। তাঁরা গুরুগ্রাম থেকে গ্রেটার ফরিদাবাদে তাঁদের বাড়ি ফিরছিলেন। তখনই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।
এনডিটিভি-এর প্রকাশিত খবর থেকে জানা যায়, সংশ্লিষ্ট ব্যাংকটির গুরুগ্রামের সেক্টর ওয়ান শাখায় কর্মরত ছিলেন প্রয়াতরা। তাঁদের মধ্যে পুণ্যশ্রে ছিলেন ব্যাংকের ওই শাখার ম্যানেজার। আর বিরাজ ওই একই শাখায় হিসাব রক্ষকের কাজ করতেন।
ঘটনার প্রত্যদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই আন্ডারপাসে বিপজ্জনকভাবে জল জমে যাওয়ায় পুণ্যশ্রে ও বিরাজকে সতর্ক করা হয়েছিল। তাঁদের গাড়ি নিয়ে আন্ডারপাসের ভিতর না ঢোকার পরামর্শ দিয়েছিলেন আশপাশের মানুষজন। কিন্তু, তাঁরা সম্ভবত জলের গভীরতা বা বিপদের সম্ভাবনা সঠিকভাবে আঁচ করতে পারেননি। তাই গাড়ি নিয়ে সোজা সামনের দিকে এগিয়ে যান।