বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Champions League-এ বায়ার্ন ম্যাচের আগে বড় ধাক্কা খেল পিএসজি, ছিটকে গেলেন এমবাপে
পরবর্তী খবর
Champions League-এ বায়ার্ন ম্যাচের আগে বড় ধাক্কা খেল পিএসজি, ছিটকে গেলেন এমবাপে
1 মিনিটে পড়ুন Updated: 03 Feb 2023, 07:26 AM ISTTania Roy
লিগ ওয়ানের শেষ ম্যাচে মঁপেইয়ের বিরুদ্ধে ২১ মিনিটের মাথায় উরুতে চোট পেয়েছিলেন ফ্রান্সের তারকা ফুটবলার। নিজেই উঠে দাঁড়ালেও, খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। বায়ার্নের সঙ্গে পিএসজির খেলা রয়েছে ১৪ ফেব্রুয়ারি। সেই ম্যাচে খেলতে পারবেন না এমবাপে।
চোট পেয়ে তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন কিলিয়ান এমবাপে।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগেই বড় ধাক্কা খেল পিএসজি। চোটের কারণে তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন কিলিয়ন এমবাপে। জানা গিয়েছে, তাঁর উরুতে চোট লেগেছে।
তবে শুধু এমবাপে নয়, অনিশ্চিতের তালিকায় রয়েছেন আর এক ফুটবলার। সার্জিয়ো র্যামোসকেও পাবে না পিএসজি। তবে এমবাপের না থাকাই বেশি ভাবাচ্ছে লিয়োনেল মেসিদের। গত বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতার ছিটকে যাওয়াটাই বড় ক্ষতি পিএসজি-র।
গত কয়েক দিনে পিএসজির একাধিক ফুটবলার চোট পেয়েছেন। পায়ের মাংস পেশি শক্ত হয়ে যাওয়ায় গত বুধবারের ম্যাচে পিএসজি পায়নি নেমারকেও। বিশ্বকাপে গোড়ালিতে পাওয়া চোটও এখনও ভোগাচ্ছে ব্রাজিলের স্ট্রাইকারকে। তাঁকেও এক সপ্তাহ বিশ্রামে রাখা হতে পারে। এই পরিস্থিতিতে বায়ার্ন ম্যাচের আগে উদ্বিগ্ন ক্লাব কর্তৃপক্ষ। সব মিলিয়ে এখন মেসির দিকেই তাকিয়ে পিএসজি সমর্থকরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।