সোমবার রাতে উইম্বলডনে বিতর্ক ডানা বাঁধল, কারণ আয়োজকরা হঠাৎই একটা ম্যাচ চলাকালীন তা বন্ধ করে দিলেন। উইম্বলডনের চতুর্থ বাছাই টেলর ফ্রিটজ এবং জিওভানি পেকার্ডের মধ্যে ম্যাচ চলছিল। কিন্তু চতুর্থ সেটের পরই সেই ম্যাচ স্থগিত করে ফের মঙ্গলবার তা শুরুর নিদান দেওয়া হয়। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ১১টার পর সেখানে কারফিউ শুরু হওয়ায়, উদ্যোক্তা অনুমান করে ফেলেন যে ম্যাচ রাত ১১টার মধ্যে শেষ হবে না। তাই তাঁরা ম্যাচ সেদিনের মতো স্থগিত করার সিদ্ধান্ত নেন।
প্রথম দুই সেটেই পিছিয়ে পড়েছিলেন ফ্রিটজ। এরপর দুর্দান্ত কামব্যাক রচনা করেন তিনি। ফলে খেলায় এত বালো ছন্দে থাকা সত্ত্বেও ম্যাচ শেষ করতে না পারায় উদ্যোক্তাদের ওপর বেজায় বিরক্ত আয়োজকরা। ম্যাচের অফিশিয়ালরা দুই টেনিস খেলোয়াড়ের কাছে এসেই জানান যে ম্যাচ রাত ১১টার মধ্যে শেষ হবে না। চতুর্থ সেটে ১-৫ ফলে পিছিয়ে ছিলেন আমেরিকান টেলর ফ্রিটজ, সেখান থেকে তিনি ফিরে এসে সেই সেট জিতে নেন টাই ব্রেকারে। এরপর পঞ্চম সেটেও দুর্দান্তভাবে তিনিই শুরু করেন, কিন্তু ম্যাচ থামিয়ে দেওয়ায় তিনি ব্যাপক হতাশ হন।
মার্টন কাউন্সিলের সঙ্গে চুক্তি অনুযায়ী অল ইংল্যান্ড ক্লাব বন্ধ হওয়ার কথা রাত ১১টায়। কিন্তু ফ্রিটজ বিরক্তি বোধ করেন, কারণ আয়োজকরা ম্যাচ বন্ধ করার নির্দেশ দেন যখন হাতে ৪০ মিনিট সময় ছিল। অর্থাৎ যে ছন্দে ফ্রিটজ ছিলেন, তাতে তিনি তার আগেই পঞ্চম সেট জিতে নিতেন বলে আশা দেখছিলেন।
সেন্টার কোর্টে সোমবার অ্যালেক্সান্ডার জেরেভ বনাম আর্থার রিন্ডারনিচের ম্যাচটাও রাত ১০.৫৪ মিনিটে স্থগিত হয়ে গেছিল। টেলর ফ্রিটজের এই ম্যাচটি যদি বজায় থাকত, তাহলে হয়ত মার্কিন তারকা সহজেই পরের রাউন্ডে চলে যেতেন। সেটাই একটু কঠিন হয়ে গেল, কারণ তাঁকে আবার নতুন করে শুরু করতে হবে পঞ্চম সেটে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।