১১২ মিনিটের মাথায় আল হিলালের মার্কাস লিওনার্ডোর গোলটাই ফিফা বিশ্বকাপের সর্বকালের অন্যতম সেরা চমকগুলোর মধ্যে একটা তৈরি করল। অঘটন শব্দটাও এক্ষেত্রে ব্যবহার করাই যায়। ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন থেকে পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটিকে ছিটকে দিল সৌদির ক্লাব আল হিলাল। এমনিতে সৌদি আরবের থেকে ইপিএল বা লা লিগা, সেরি এ, লিও ওয়ানের ফুটবলের মান অনেক ভালো বলেই মনে করে থাকেন ইউরোপিয়ানরা। তবে আল হিলাল এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে দেখিয়ে দিল, হাম কিসিসে কম নেহি।
এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই যখন রিয়াল মাদ্রিদকে আটকে দিয়েছিল আল হিলাল, তখন অনেকেই ভেবেছিল এটা একদমই অঘটন মাত্র। কিন্তু এরপর ম্যাঞ্চেস্টার সিটিকেও ছিটকে দেওয়ায় এখন অনেকেই ভাবতে শুরু করেছেন, সৌদির ফুটবল এখন আর অতটাও খারাপ নয়। বরং ইউরোপিয়ান যে কোনও লিগের দলকেই টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে তাঁরা। ৪-৩ গোলে সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল হিলাল।
ম্যাচে তিনবার আল হিলাল এগিয়ে যায়, এর মধ্যে অতিরিক্ত সময়ই ২বার এগিয়ে যায় হিলাল। ম্যাচের ৯৪ মিনিটে কালিদু কুলিবালি গোল করে হিলালকে এগিয়ে দিয়েছিল ৩-২ গোলে, কিন্তু ১০৪ মিনিটের মাথায় ফিল ফডেন সেই গোল পরিশোধ করে দিয়েছিলেন। কিন্তু ১১২ মিনিটে লিওনার্দোর গোলটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিল। মিলিঙ্কোভিচ সাভিচের হেডার সিটির গোলকিপার এডারসন সেভ দেওয়ার পর তা চলে যায় লিওনার্ডোর কাছে, সামনে থেকে গোল করতে কোনও ভুল করেননি তিনি।
এই জয়ের ফলে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে আল হিলাল, শুক্রবার রাতে। ব্রাজিলের দলটিও হারিয়ে দিয়েছে ইতালির ইন্টার মিলানকে। এদিকে এই ম্যাচে ম্যান সিটিকে এগিয়ে দিয়েছিলেন বার্নার্ডো সিলভা। তিনি ০ মিনিটেই গোল করে যান। এরপর লিওনার্ডো গোল করে ৪৬ মিনিটে সমতায় ফেরান আল হিলালকে। কিছুক্ষণের মধ্যেই ম্যালকমের গোলে ২-১ স্কোরলাইন করে ফেলে সৌদির ক্লাব। এরপর আর্লিং হালান্ড আবার গোল করে ৫৪ মিনিটে সিটিকে সমতায় ফেরান।
ম্যাচের ৯০ মিনিটের পর যোগ করা সংযুক্তি সময় প্রায় সিটি জিতেই গেছিল। তাঁদের ফুটবলারকে পেনাল্টিং বক্সে ফাউল করা হলেও রেফারি পেনাল্টিং দেননি, যা নিয়ে মাঠের মধ্যেই ঢুকে গিয়ে একপ্রকার ক্ষোভ উগরে দেন পেপ গুয়ার্দিওয়ালা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।