মোহনবাগানের প্রাক্তনীকে সম্মান জানাতেই এমন সেলিব্রেশন করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। আর এই সেলিব্রেশনের ছবি নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেছিলেন মোহনবাগানের বর্তমান তারকা। এরপরে দুই তারকার মধ্যে কথা শুরু হয়।
সনি নর্দে ও দিমিত্রি পেত্রাতোস (ছবি এক্স @mohunbaganlad)
জামশেদপুর এফসির বিরুদ্ধে গোল করে স্টেইন-গান সেলিব্রেশন করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। একটা সময় সবুজ মেরুন জার্সি গায়ে এই রকম সেলিব্রেশন করতেন মোহনবাগানের তারকা ফুটবলার সনি নর্দে। মোহনবাগানের সঙ্গে সনির একটি গভীর সম্পর্ক এখনও রয়েছে। সবুজ-মেরুনের হৃদয়ে রয়ে গিয়েছেন সনি। তাই বাগানের প্রাক্তনীকে সম্মান জানাতেই এমন সেলিব্রেশন করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। আর এই সেলিব্রেশনের ছবি নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেছিলেন মোহনবাগানের বর্তমান তারকা।
দিমিত্রি পেত্রাতোসের সেই পোস্টের জবাব দিলেন সোনি নর্দে। মোহনবাগান জনতার নয়নের মণি সনি নর্দে অনেকদিন আগেই সবুজ-মেরুন ছেড়েছিলেন। চোট পেয়ে চোখের জলে প্ৰিয় ক্লাব ছেড়েছিলেন আইলিগ জেতা গোল স্কোরার সনি নর্দে। চোট সরিয়ে ফেরার পর তাঁকে ফের দলে নিতে আর্জি জানিয়েছিলেন সমর্থকরা। তবে তা আর হয়ে ওঠেনি। তবে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে তাঁর স্টেইন-গান সেলিব্রেশন আজও সমর্থকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। জামশেদপুর এফসির বিরুদ্ধে গোল করে স্টেনই-গান সেলিব্রেশনে সনি নর্দেকে মনে করিয়েছেন দিমিত্রি পেত্রাতোস।
দিমিত্রি পেত্রাতোস সেই কমেন্টের উত্তর দিয়েছেন স্বয়ং সনি নর্দে। প্রাক্তন ক্লাব যে এখনও তাঁর হৃদয়ে রয়েছে তা আরও একবার প্রমাণিত হল। সনি নর্দে লিখেছেন, ‘দিমিত্রি নিজের কাজটা করে যাও।’ সনি ভালভাবেই জানেন, সাফল্য পেলে মোহনবাগান সমর্থকরা মাথায় করে রাখবেন পেত্রাতোস। সনির মন্তব্যর রিপ্লাইও করেছেন দিমিত্রি। তিনি লিখেছেন, ‘এই ক্লাবের কিংবদন্তিকে আমার শ্রদ্ধার্ঘ্য।’ এই পোস্ট স্বাভাবিক ভাবেই এখন বেশ ভাইরাল হচ্ছে।
জামশেদপুর এফসি ম্যাচের পর দিমিত্রি পেত্রাতোস বলেছিলেন, ‘আমরা ভালো খেলেছি, তাই গোল পেয়েছি। শুরু থেকেই আমরা তৈরি ছিলাম। জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুতির জন্য কয়েক দিন সময় পেয়েছিলাম। এই ম্যাচে সকলেই ভালো পারফরম্যান্স করেছিলেন।’ এই মরশুমে ইতিমধ্যেই মোহনবাগান জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন দিমিত্রি পেত্রাতোস। গত মরশুমে মোহনবাগানকে আইএসএল জিতিয়েছেন। এবার এনে দিয়েছেন ডুরান্ড কাপ। ফলে তাঁকে নিয়ে দর্শকদের যে আলাদা উন্মাদনা থাকবে তা বলাই বাহুল্য। মোহনবাগানের পরের ম্যাচ কলকাতা ডার্বি। তার আগে জামশেদপুর এফসি-কে হারিয়ে ভরপুর অক্সিজেন পেয়ে গেল মোহনবাগান এসজি। লিগ শিল্ড জয়ের দৌড়ে ভালো জায়গায় থাকতে হলেও, এই ম্যাচে জয় পাওয়াটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে সবুজ-মেরুন ব্রিগেডে এখন বসন্তের হাওয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।