ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টের প্রথম দিনে এজবাস্টনে ষষ্ঠ উইকেটের জুটিতে ঋষভ পন্ত-রবীন্দ্র জাদেজা ২২২ রান যোগ করে ভারতকে ম্যাচে ফেরান। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের সেরা ষষ্ঠ উইকেটের জুটি উপহার দিল দীর্ঘতম টেস্ট সিরিজের পঞ্চম টেস্ট। আর পন্ত-জাদেজা জুটিই ভারতকে পৌঁছে দিল লড়াই করার মতো মঞ্চে। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৩৩৮।
তবে পার্টনারশিপ গড়ার আগে দুই তারকা নিজেদের মধ্য কী কথা বলেছিলেন, তা প্রকাশ করলেন ঋষভ পন্ত। জাড্ডু ক্রিজে এলে, পন্ত তাঁকে বলেছিলেন, ‘চলো একটা পার্টনারশিপের চেষ্টা করি।’
২৩৯ বলে ২২২ রানের পার্টনারশিপ গড়ে রেকর্ড করেন পন্ত-জাদেজা। এটি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের করা সর্বোচ্চ পার্টনারশিপ ছিল। টেস্ট ক্রিকেটে এটি ভারতের যৌথ চতুর্থ সর্বোচ্চ পার্টনারশিপ।
আরও পড়ুন: হাল আমলে মিডল অর্ডার ভাঙতে খাবি খাচ্ছে ইংল্যান্ড,ট্রেন্ড বজায় রাখলেন পন্ত-জাদেজা
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জাদেজার সঙ্গে তাঁর রেকর্ড-ব্রেকিং ২২২ রানের পার্টনারশিপের কথা বলতে গিয়ে পন্ত বলেছিলেন, ‘জাদেজা এবং আমার মধ্যে আলোচনা হয়েছিল যে, আমরা একটা পার্টনারশিপ করব। আমি জাদেজাকে একটি বড় পার্টনারশিপ গড়ে তোলার কথা বলেছিলাম। ওকে বলেছিলাম, চলো একটা পার্টনারশিপের চেষ্টা করি। এবং আমরা করেওছি।’
আরও পড়ুন: ইংল্যান্ডকে কচুকাটা করলেন পন্ত, দেখুন ৬ মিনিটের হাইলাইটস
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।