বাংলা নিউজ > ময়দান > IND vs WI Probable XI: স্মৃতি মন্ধনা দলে ফিরলে বাদ পড়বেন কে? দেখুন ভারত-ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ
পরবর্তী খবর
IND vs WI Probable XI: স্মৃতি মন্ধনা দলে ফিরলে বাদ পড়বেন কে? দেখুন ভারত-ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ
1 মিনিটে পড়ুন Updated: 15 Feb 2023, 09:10 AM ISTAbhisake Koley
India vs West Indies ICC Women's T20 World Cup 2023: আঙুলের চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্মৃতি মন্ধনাকে দলে পাননি হরমনপ্রীত কউররা।
স্মৃতি মন্ধনা ও হরমনপ্রীত কউর। ছবি- পিটিআই।
আঙুলের চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি স্মৃতি মন্ধনা। দলের অন্যতম সেরা তারকাকে ছাড়াই অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভেল্টেজ ম্যাচ জিতে নেয় ভারত। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ভারত সম্ভবত দলে পাচ্ছে নির্ভরযোগ্য ওপেনারকে।
ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে ভারতের বোলিং কোচ ট্রয় কুলি মন্ধনার মাঠে ফেরার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। ম্যাচের আগের দিন তিনি বলেন, ‘ও কঠোর পরিশ্রম করছে। আমরা (ওকে দলে পাওয়ার বিষয়ে) অত্যন্ত আত্মবিশ্বাসী। আজ ও প্র্যক্টিস সেশনে যা যা করার, সব কিছুই স্বচ্ছন্দে করেছে।’
সুতরাং, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারে ভারত। এখন প্রশ্ন হল, স্মৃতি দলে ফিরলে তাঁকে জায়গা ছেড়ে দেবেন কে? এক্ষেত্রে যস্তিকা ভাটিয়া ও হার্লিন দেওয়লের মধ্য থেকে কোনও একজনের উপর কোপ পড়তে পারে। মন্ধনার অনুপস্থিতিতে পাকিস্তান ম্যাচে শেফালি বর্মার সঙ্গে ওপেন করতে নামেন যস্তিকা। মিডল অর্ডার ব্যাটার হার্লিনের ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয়নি। যস্তিকার ২০ বলে ১৭ রানের ইনিংস দেখে তাঁকে আগ্রাসী মনে হয়নি। তবে পরিস্থিতির নিরিখে তাঁর ইনিংসটি কার্যকরী ছিল সন্দেহ নেই।
ব্যাটিং অর্ডার বিবেচনা করলে যস্তিকার বাদ পড়ার সম্ভাবনাই সব থেকে বেশি। তবে তাঁকে মিডল অর্ডারে নামিয়ে হার্লিনকেও রিজার্ভ বেঞ্চে পাঠাতে পারে টিম ইন্ডিয়া।
শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, হরমনপ্রীত কউর, দীপ্তি শর্মা ও রিচা ঘোষের মাঠে নামা কার্যত নিশ্চিত। ভারত উইনিং কম্বিনেশন নিয়ে অকারণ কাটা-ছেঁড়া করবে বলে মনে হয় না। তাই বোলিং লাইন-আপ অপিরবর্তিত রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারেন হরমনপ্রীত কউররা। রেনুকা সিং ঠাকুর উইকেট পাচ্ছেন না। তুলনায় রানও খরচ করছেন। তবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে ভারত। অঞ্জলি সর্বানিকে আপাতত রিজার্ভ বেঞ্চেই অপেক্ষা করতে হতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।