GT vs MI: এটা আউট নয় তো কোনটা? ফের হাস্যকর সিদ্ধান্ত মদনগোপালের, ক্যাপ্টেনের আগেই DRS নিলেন বোলার, ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 06 May 2022, 10:34 PM IST-
আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় কিপার ঋদ্ধিমান সাহা সরাসরি পরামর্শ দেন রিভিউ নেওয়ার। বোলার রশিদ খান ক্যাপ্টেনের সিদ্ধান্তের অপেক্ষা না করেই রিভিউয়ের সংকেত দেন। তাঁকে সমর্থন করেন গুজরাট দলনায়ক পান্ডিয়া। শেষমেশ ডিআরএসের সিগন্যাল দেন হার্দিক।
টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল অফ- মিডল স্টাম্পে গিয়ে লাগছে। ফলে সিদ্ধান্ত বদল করতে হয় আম্পায়ার মদনগোপালকে। ৭.৩ ওভারের মাথায় এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রোহিত। তিনি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৩ রান করেন। রশিদ ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। রোহিত ছাড়াও রশিদ আউট করেন পোলার্ডকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।