১) রুতুরাজ গায়কোয়াড়- দুরন্ত ছন্দে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। প্রথম ম্যাচে ৯২ করার পর তিনি দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩১ বলে ৫৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। দুই ম্যাচ মিলিয়ে মোট ১৪৯ রান করে ফেলেছেন তিনি। গড় ৭৪.৫০। স্ট্রাইকরেট ১৮৩.৯৫।
২) কাইল মেয়ার্স- মেয়ার্স আবার সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২২ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে ওরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে উঠে এসেছে। তাঁর মোট সংগ্রহ ১২৬ রান। আগের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে তিনি ৭৩ রান করেছিলেন। তাঁর গড় ৬৩.০০। স্ট্রাইকরেট ২১০.০০।
৩) শিখর ধাওয়ান- বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫৬ বলে অপরাজিত ৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। সেই সঙ্গে ২০২৩ আইপিএলে সর্বোচ্চ রানসংগ্রহকারীদের তালিকায় তিনে উঠে এসেছেন শিখর ধাওয়ান। ২ ম্যাচে তাঁর মোট সংগ্রহ ১২৬ রান। সর্বোচ্চ অপরাজিত ৮৬। স্ট্রাইকরেট ১৪৩.২৩।
৪) সঞ্জু স্যামসন- পঞ্জাব কিংসের বিরুদ্ধে বুধবার সঞ্জু স্যামসন ২৫ বলে ৪২ রানের লড়াকু ইনিংস খেললেও, জয় পায়নি রাজস্থান রয়্যালস। তবে সঞ্জু অরেঞ্জ ক্যাপের তালিকায় চারে উঠে এসেছেন। ২ ম্যাচে তাঁর মোট রান ৯৭। সর্বোচ্চ ৫৫। গড় ৪৮.৫০। স্ট্রাইকরেট ১৭০.১৭।
৫) ডেভিড ওয়ার্নার- ২ ম্যাচে ডেভিড ওয়ার্নার মোট ৯৩ করলেও, তাঁর দল এখনও জয়ের দেখা পায়নি। তবে অরেঞ্জ ক্যাপের তালিকায় ওয়ার্নার পাঁচে জায়গা করে নিয়েছেন। সর্বোচ্চ ৫৬ রান। গড় ৪৬.৫০। স্ট্রাইকরেট ১১৬.২৫।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।