তাঁর ট্রেডমার্ক ‘স্টাইল’ এটাই। আর সেই ‘স্টাইল’-এর সাক্ষী থাকল টোকিও অলিম্পিক্সও। এক পা তুলে ভার উত্তোলনের পর পুরুষদের ৬১ কেজি বিভাগে সোনা জিতে নিলেন চিনের লি ফাবিন। যিনি অলিম্পিক্সের ইতিহাসে পঞ্চম ভারোত্তলক হিসেবে চতুর্থ সোনা জয়ের নজির তৈরি করলেন।
(টোকিয়ো অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)
রবিবার প্রথম ক্লিন অ্যান্ড জার্কে ১৬৬ কেজি তোলেন চিনা ভারোত্তলক। ভার তোলার পর কিছুক্ষণের জন্য শূন্যে পা তুলে থাকেন। যা ‘ফ্লেমিঙ্গো লিফট’ নামে পরিচিত। যদিও নিজের ডান পা শূন্যে তুলতে গিয়ে প্রায় ভারসাম্য হারিয়ে ফেলছিলেন ফাবিন। তা দেখে হেসে ফেলেন অনেকেই। ভার নামিয়ে নিজেও হাসতে থাকেন। যিনি ২০১৭ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপেও একই ‘স্টাইল’ দেখিয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।