বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Shukradev Gochar Astrology: শুক্রদেব রয়েছেন কৃপা করার মেজাজে!গোচরে ২৬ দিন লাভ বহু রাশির, দেখুন লাকিদের তালিকা
পরবর্তী খবর
Shukradev Gochar Astrology: শুক্রদেব রয়েছেন কৃপা করার মেজাজে!গোচরে ২৬ দিন লাভ বহু রাশির, দেখুন লাকিদের তালিকা
দেখা যাক, জ্যোতিষমতে সোমবারের শুক্র গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখে পড়তে চলেছেন।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রের গোচর লাভদায়ক হবে বহু রাশির জন্য।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্রের গোচরের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করেছেন। আজই হয়েছে শুক্রের গোচর। আজ, সোমবার বেলা ১১ টা ৪৬ মিনিটে শুক্র মকর রাশিতে প্রবেশ করেছেন বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এরফলে বহু রাশিতে বিভিন্ন দিক থেকে উন্নতি চরমে থাকতে চলেছে বলে জ্যোতিষ গণনা বলছে। দেখা যাক, জ্যোতিষনতে সোমবারের শুক্র গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখে পড়তে চলেছেন।
মেষ
আর্থিক দিক দিয়ে সংকট এনে আটকে থাকা টাকা পয়সা, এবার এই সময় পাওয়া যাবে। চাকরিরতদের জন্য কোনও যাত্রায় যাওয়ার সুযোগ রয়েছে। যা কেরিয়ারের জন্য খুবই লাভদায়ী হতে পারে। উন্নতির নতুন নতুন রাস্তা খুলতে শুরু করছে। ব্যবসায়ীরা মুনাফা পাবেন। নতুন নতুন সম্পর্ক তৈরি হবে। সামাজিক দিক থেকে উন্নতির শিখরে যাবেন। জীবনসঙ্গীর সব দিক থেকে সহযোগিতা এবার পেতে থাকবেন। আসন্ন ২৬ দিন বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
কন্যা
কেরিয়ারের দিক থেকে এই সময় অত্যন্ত শুভ। নতুন ব্যবসা যাঁরা শুরু করতে চাইছেন, তাঁরা তা করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। ধনলাভের প্রবল সম্ভাবনা তৈরি হবে। প্রেম জীবনে আসবে মধুরতা। ব্যবসায়ীদের ব্যবসা ভালোর দিকে যাবে। কাজের নানান রকমের সুযোগ বাড়বে। আটকে থাকা টাকা হাতে আসবে। স্বাস্থ্য ভালো থাকবে। পরিবার জীবন সুখময় হবে। নতুন চাকরির খোঁজ যাঁরা করছেন, তাঁদের জন্য ভালো খবর আসবে।
কর্মস্থলে আপনার পরিশ্রম আর ক্ষমতা সমস্ত রকমের লাভ দেবে। যাঁরা অংশীদারির কাজ করবেন, তাঁরা অংশীদারের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে বিভিন্ন দিক থেকে পাবেন উপকার। স্বাস্থ্য ভালো থাকবে। একাকীত্ব কমবে, সিঙ্গলদের জীবনে বিশেষ কারোর এন্ট্রি হতে পারে।
কতদিন শুভ সময়: জ্যোতিষশাস্ত্রমতে বলা হচ্ছে, আগামী ২৬ দিন শুক্রের এই গোচরের ফল পাবেন বহু রাশির জাতক জাতিকারা। অনেকের জীবনেই এই গোচরের প্রভাব পড়বে। তবে কাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব পড়বে দেখে নিন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)