টেস্টের অধিনায়ক হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন শুভমন গিল। বৃহস্পতিবারই তিনি ভারতীয় অধিনায়কদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হন এক ইনিংসে, করেন ২৬৯ রান। এশিয়ান অধইনায়কদের মধ্যেও গিলের করা এই ইনিংসই সর্বকালের সর্বোচ্চ। তবে শতরানের পর নিজের চেনা সেলিব্রেশনই ভুলে গেলেন ভারতের টেস্ট অধিনায়ক।
প্রথম টেস্টেও লিডসে শতরান করেছিলেন, তবে দলকে জেতাতে পারেননি। এই টেস্টে অবশ্য গিল এত ভালো পারফরমেন্স করেছেন, যে ম্যাচ না জিতলে সকলে হতাশই হবেন। দুই দিন মিলে প্রায় ১০ ঘন্টা মাঠে থাকার পর গিল ভারতীয় ইনিংসের ১২২তম ওভারে নিজের দ্বিশতরান পূর্ণ করেন। তিনি দ্বিশতরানের পর আকাশ লাফিয়ে সেলিব্রেট করার পর হেলমেট খুলে নেন। এরপর ঈশ্বরকে ধন্যবাদ জানাতে মাটিতেও হাঁটুর ওপর বসে পড়েন তিনি। কিন্তু চেনা বো ডাউন সেলিব্রেশনটি করতে ভুলে গেছিলেন পঞ্জাব দ্য পুত্তার।
সেই সময় গিলের ব্যাটিং পার্টনার হিসেবে খেলছিলেন ওয়াসিংটন সুন্দর। তিনি গিলকে দেখান যে ড্রেসিংরুম থেকে সিরাজ কিছু বলছেন। তখন শুভমন ড্রেসিংরুমে তাকাতেই সিরাজ বলতে থাকেন, যাতে বো ডাউন সেলিব্রেশনটি তিনি করতে থাকেন। টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও হাততালি দিয়ে তাঁর ইনিংসকে সম্মান জানান। এরপর সিরাজের কথা শুনে গিলও মাথা নিচু করে সেই সেলিব্রেশন করেন।
বেশ কয়েকটি নজিরেই বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকরদের এই ইনিংসের সৌজন্যে টপকে গিয়েছেন শুভমন গিল। ভারতীয় দল ৫৮৭ রান করেছে প্রথম ইনিংসে। আর দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৭৭ রানে ৩ উইকেট, ফলে বুমরাহ-র অনুপস্থিতিতেও টিম ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু নজর কাড়ার মতোই। বলোাররা যদি একটু ভালো ছন্দ দেখাতে পারেন, তাহলেই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে পারবে শুভমন গিলের টিম ইন্ডিয়া। যা পরিস্থিতি,তাতে ইংল্যান্ডের পক্ষে ফলো অন বাঁচানো কঠিন কাজ হতে চলেছে এই টেস্টে।