বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Kendra yog Lucky Rashi: ২৪ ঘণ্টায় ভাগ্য ঘুরিয়ে দিতে পারে সূর্যের কেন্দ্র যোগ! কখন শুরু? লাকির লিস্টে বৃষ সহ কারা
পরবর্তী খবর
Kendra yog Lucky Rashi: ২৪ ঘণ্টায় ভাগ্য ঘুরিয়ে দিতে পারে সূর্যের কেন্দ্র যোগ! কখন শুরু? লাকির লিস্টে বৃষ সহ কারা
সূর্যদেব ও প্লুটো মিলে এই যোগ তৈরি করতে চলেছেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা লাকি, দেখে নিন।
সূর্যদেবের যমের কেন্দ্রযোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহ নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজের অবস্থান পাল্টে ফেলে। তার প্রভাবে একাধিক রাশির জাতক জতিকারা লাভের মুখ দেখতে পান। আবার বহু রাশি এর কুপ্রভাবেরও শিকার হন। জ্যোতিষশাস্ত্রমতে বলা হয়, গ্রহদের রাজা সূর্য প্রতি মাসেই রাশি পরিবর্তন করেন। ফলে মাঝে মাঝেই তিনি কোনও না কোনও গ্রহের সঙ্গে যুতি তৈরি করেন। জ্যোতিষ গণনা অনুসারে রাত পোহালেই ২৩ এপ্রিল রয়েছে সূর্যের বিশেষ কেন্দ্রযোগ। প্লুটো যার নাম জ্যোতিষ পরিভাষায় যম, তার সঙ্গে কেন্দ্র যোগ তৈরি করতে চলেছেন সূর্যদেব। এরফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা লাকি? দেখে নিন।
বৃষ
সব ক্ষেত্রেই অপার সাফল্য পেতে থাকবেন এই রাশির জাতক জাতিকারা। এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্র থেকে সাফল্য পেতে পারেন। সমাজে মান সম্মান বাড়তে পারে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে পারে। ধন সম্পত্তি তাড়াতাড়ি বাড়তে পারে। জাতক জাতিকাদের সমস্ত ক্ষেত্রে সাফল্যের তুঙ্গে থাকার সম্ভাবনা তৈরি হতে পারে। আয়ের নতুন রাস্তা খুলবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। দাম্পত্য জীবনে পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে পারে।
কুম্ভ
খুব লাভের সঙ্গে উন্নতির রাস্তা খুলে যেতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দারুণ ভালো সময় আসবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো লাভ আসবে ঘরে। দাম্পত্য প্রেম গাঢ় হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। স্বাস্থ্য আগের থেকে ভালোর দিকে যাবে। শাসন বা প্রশাসন সম্পর্কিত ক্ষেত্রে আপনার লাভ হবে। আত্মবিশ্বাসে হু হু করে বৃদ্ধি হতে পারে। চাকরিরত জাতক জাতিকাদের জন্য লাভদায়ক সময় এইটি। আপনার পদোন্নতির রাস্তা সহজ হবে। লক্ষ্য পূরণ করতে পারবেন।
কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হতে চলেছে। আপনার ব্যক্তিত্বে আলাদা উজ্জ্বলতা আসবে। চাকরিরতদের জন্য সুখের সময়। জীবনে নানান দিক থেকে আসবে উন্নতির ছোঁয়া। চাকরিরতদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় আপনি প্রতিদ্বন্দ্বীকে কড়া টক্কর দিতে পারবেন। শত্রুরা শান্ত থাকবেন। আইনি মামলায় আপনি পেতে পারেন লাভ। দীর্ঘদিন ধরে চলা কোনও সমস্যায় পেতে পারেন লাভ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
কখন শুরু যোগ?
জ্যোতিষ গণনা বলছেস ২৩ এপ্রিল দুপুর ১ টা ৫২ মিনিটে সূর্য আর যম একে অপরের সঙ্গে ৯০ ডিগ্রি কোণ করে অবস্থান করবেন। যম বা প্লুটো বর্তমানে মকর রাশিতে রয়েছেন। আর সূর্য রয়েছেন মেষ রাশিতে।