Palmistry Position of Venus: হাতের তালুতে শুক্রের স্থান ভালোবাসার পাশাপাশি সুখ, সমৃদ্ধি এবং বিলাসিতারও প্রতীক। এটি বুড়ো আঙুলের নিচের অংশে, জীবনরেখা দ্বারা বেষ্টিত অংশে অবস্থিত। হস্তরেখাবিদ্যায় এই স্থানের কিছু নির্দিষ্ট চিহ্ন বা বৈশিষ্ট্য দেখে ব্যক্তির জীবনে সুখ ও সমৃদ্ধির মাত্রা অনুমান করা যায়।