পরবর্তী খবর
বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মগরাহাটে ঋণ শোধ নিয়ে বিবাদের জেরে প্রকাশ্যে গুলি করে খুন, আহত ১
ফের মগরাহাটে প্রকাশ্যে চলল গুলি। বুধবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গুলিতে মোয়াজ্জেম ঢালি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন রেজওয়ান ঢালি নামে একজন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বিকেল ৪টে নাগাদ গুলির শব্দ শুনতে পান তাঁরা। দেখা যায় রাস্তায় লুটিয়ে পড়েছেন ২ ব্যক্তি। তাদের উদ্ধার করে মগরাহাট হাসপাতালে নিয়ে গেলে মোয়াজ্জেম ঢালিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় রেজওয়ান ঢালিকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঋণ নিয়ে শোধ না করাতেই এই হত্যাকাণ্ড। আততায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলেন আক্রান্তরা। এর পর ঋণ শোধ করতে পারেননি তাঁরা সেই আক্রোশেই গুলি চালায় অভিযুক্তরা।