দিন দুয়েক আগে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি পিক আপ ভ্যান। রেল লাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছিল পিক আপ ভ্যান। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তেজনা ছড়াল সোনারপুরে। বুধবার সকালে রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন রাধাগোবিন্দ পল্লি এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত ওই এলাকায় একটি স্থায়ী লেভেল ক্রসিং তৈরি করতে হবে।
আরও পড়ুন: ট্রেন চলাচলে বাধা দিলেই কড়া শাস্তি, অবরোধ নিয়ে ১৯৮৯ সালের আইন মনে করাল রেল
এদিন রেল অবরোধের ফলে সকাল থেকেই ক্যানিং শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজ পড়ুয়া, অফিসগামী ও অন্যান্য যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, রেললাইন পেরোনোর জন্য নির্দিষ্ট কোনও রাস্তা না থাকায় বহু মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করেন। এই রাস্তা দিয়ে রোগী নিয়ে অ্যাম্বুল্যান্সও চলাচল করে। বহু বছর ধরে এমন অবস্থার মধ্যে দিয়ে যাতায়াত চালিয়ে যেতে হচ্ছে তাঁদের। অথচ কোনও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি।
উল্লেখ্য, সোমবার রাতে সোনারপুর স্টেশনের কাছে এক দুর্ঘটনা ঘটে। লেভেল ক্রসিং না থাকায় পিকআপ ভ্যান ট্র্যাক পার হওয়ার সময় চাকা রেললাইনের উপর আটকে যায়। চালক বহুবার গাড়ি বের করার চেষ্টা করেও ব্যর্থ হন। ঠিক সেই সময় ডাউন ক্যানিং লোকাল চলে আসে। বিপদ বুঝে চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। ট্রেনচালক ব্রেক কষলেও সময়মতো থামানো সম্ভব হয়নি। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা না ঘটলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। দুর্ঘটনার পরেই রেলের তরফে ওই অংশে ঘিরে দেওয়ার কাজ শুরু হয়। কিন্তু বুধবার সকালে কাজ চলাকালীন তা দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, লেভেল ক্রসিং না করে শুধুমাত্র রেললাইন ঘিরে দেওয়ার পরিকল্পনা জনস্বার্থ বিরোধী। তাই তাঁরা রেললাইনে বসে পড়েন।