বড় খবর
পশ্চিমবঙ্গে কবে থেকে ছুটবে লোকাল ট্রেন? জানালেন রেলবোর্ডের চেয়ারম্যান
1 মিনিটে পড়ুন Updated: 17 Sep 2020, 06:53 PM IST- তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আমরা সর্বক্ষণ যোগাযোগ রেখে চলেছি। সেখানে প্রায়শই লকডাউন করা হচ্ছে।’
দীর্ঘ সময়ের লকডাউন কাটিয়ে এবার চতুর্থ আনলক পর্বে পড়েছে গোটা দেশ। বাস, মেট্রো সবই ধাপে ধাপে খুলে গিয়েছে। এখন সাধারণ মানুষের একটাই জিজ্ঞাস্য, কবে চালু হবে লোকাল ট্রেন? সে ব্যাপারেই বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একটি নির্দিষ্ট ইঙ্গিত দিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব। এদিন বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন নীতি আয়োগের সিএও অমিতাভ কান্ত।