কলকাতায় ফের বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের ৩ সদস্যের দেহ। মঙ্গলবার সকালে কসবার হালতু এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত সোমনাথ রায় (৪০), তাঁর স্ত্রী সুমিত্রা (৩৫) ও দম্পতির শিশুপুত্র রুদ্রনীল (৩০ মাস)এর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক সঙ্কটের কারণে সপরিবারে আত্মহননের পথ বেছে নিয়েছেন সোমনাথবাবু।
আরও পড়ুন - নীল ট্রলিতে পিসিশাশুড়ির দেহ.. লাল ট্রলিতে কী? মধ্যমগ্রামকাণ্ডে ২য় ব্যাগের হদিশ
পড়তে থাকুন - হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার কম! চিন্তায় শুভেন্দু, আরএসএস শিবিরে উঠল কথা
জানা গিয়েছে, পেশায় অটোচালক সোমনাথবাবুর বাড়িতে সকাল থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা উঁকি দেন। তখনই ঘরের ভিতরে ৩ জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। এর পর খবর দেওয়া হয় কসবা থানায়। পুলিশ পৌঁছে দেহগুলি উদ্ধার করে। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তবে তাতে কী লেখা রয়েছে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন - NRS থেকে ছাড়া পেলেন ট্যাংরার দে বাড়ির ছোট কর্তা, প্রসূনকে থানায় নিয়ে গেল পুলিশ
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পেশায় অটোচালক সোমনাথ কিছুদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন। তবে স্থানীয়দের দাবি, সম্পত্তির ভাগ নিয়ে সোমনাথের সঙ্গে তাঁর আত্মীয়দের বিবাদ চলছিল। তার জেরেও অবসাদে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে অনুমান।
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হালতু এলাকায়। আত্মীয় ও প্রতিবেশীদের জেরা করে আত্মহত্যার কারণ জানার চেষ্টা চলছে কসবা থানার পুলিশ।