রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য। বুধবার শুরু হয়েছে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া। আর তাতে ঐক্যমতের ভিত্তিতে একমাত্র মনোনয়নপত্রটি জমা দেবেন শমীকবাবু। বুধবার দুপুরে তাঁকে দিল্লি থেকে ফোন করে এই নির্দেশ দিয়েছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। তবে তাঁর নাম নিয়ে যে চূড়ান্ত সহমতি হয়েছে সেটা স্বীকার করেননি শমীকবাবু।মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়। সুকান্ত মজুমদারের পর পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা চরমে পৌঁছয়। এরই মধ্যে দিল্লিতে ডাক পড়ে শমীকবাবুর। সেখানে জেপি নড্ডার বাসভবনে দেখা যায় তাঁকে। এর পরই তিনিই যে রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হতে চলেছেন তা একপ্রকার নিশ্চিত হয়ে যায়।বিজেপি সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা ২টো নাগাদ বিধাননগরে দলের সাংগঠনিক সদর দফতরে গিয়ে মনোনয়ন জমা দেবেন শমীকবাবু। আর কোনও মনোনয়ন জমা পড়ার কোনও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। ফলে বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে শমীকবাবুর নাম ঘোষণা সময়ের অপেক্ষা।যদিও এব্যাপারে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি শমীক ভট্টাচার্য। পুরোটাই দলের আভ্যন্তরীণ প্রক্রিয়া বলে দাবি করেছেন তিনি।