শহরের ছোট ব্রিজ এবং ফ্লাইওভার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবার কেএমডিএ-র হাতে তুলে দেওয়া হচ্ছে। বুধবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, ব্রিজগুলির গায়ে লেখা থাকবে কোন দফতর সেটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। ব্রিজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের নাম এবং ফোন নম্বর লেখা থাকবে ব্রিজের গায়ে।
বুধবার পুরসভার অধিবেশনে শহরের ছোট ব্রিজগুলির রক্ষণবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে। পরে মেয়র এক সাংবাদিক বৈঠকে জানান, বড় ব্রিজগুলির পাশাপাশি ছোট ব্রিজগুলির রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দেবে কলকাতা পুরসভা। এর জন্য কেএমডিএকে দায়িত্বে দেওয়া হবে। ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে ইঞ্জিনিয়ার থাকবেন তাঁর নাম ও ফোন নম্বর ব্রিজের গায়ে লেখা থাকবে।
কেন এই ব্যবস্থা, তার ব্যাখ্যা করে ফিরহাদ হাকিম বলেন,‘ব্রিজের গায়ে কোনও ফাটল দেখতে পেলে মানুষ বুঝতে পারেন না কাকে জানাতে হবে। কে ওই ব্রিজের দায়িত্বে আছে তা খুঁজে পেতে আমাদেরও বেশ অসুবিধা হতো। কিন্তু ব্রিজটির দায়িত্বে থাকা দফতর এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের নামে যদি লেখা থাকে তবে সাধারণ মানুষ তাকে বিষয়টি জানাতে পারবেন। ফলে আগামী দিনে বড় বিপর্যয়ের আটকানো সম্ভব হবে।’ এর সঙ্গে ব্রিজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার নিয়মিত ব্রিজটি পর্যবেক্ষণে যাবেন বলে মেয়র জানান। ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে কেএমডিএ থাকলেও তার সাফাইয়ের দায়িত্বে থাকবে কলকাতা পুরসভার।