কসবায় কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা রাজ্যে। সেই ঘটনার পর কলেজে অচলাবস্থা তৈরি হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সাউথ কলকাতা ল কলেজ। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী সোমবার থেকে আবার খুলছে কলেজের দরজা। তবে আপাতত ছাত্র ইউনিয়নের ঘর এবং গার্ডরুম খোলা যাবে না। এই দুটি জায়গা বাদ দিয়ে কলেজের বাকি অংশ স্বাভাবিকভাবে চালানো যাবে বলে জানিয়েছে আদালত।
আরও পড়ুন: ‘এম’-সহ বাকি অভিযুক্তদের নিয়ে কসবা-কাণ্ডের পুনর্গঠন, ৫ ঘণ্টা পর বেরোল পুলিশ
কলেজের হয়ে হাইকোর্টে সওয়াল করেন আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায়। তিনি জানান, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, সাউথ কলকাতা ল কলেজ ফের চালু করার জন্য আবেদন জানানো হয়েছিল। সেই অনুমতিও দিয়েছে আদালত। আদালতের নির্দেশ পাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ কসবা থানাকে চিঠি পাঠিয়ে জানিয়েছে, কলেজ খুলতে চলেছে। পুলিশের তরফে কোনও আপত্তি জানানো হয়নি। বরং তারা জানিয়েছে, পড়াশোনা চালানোর ক্ষেত্রে কোনও বাধা নেই। তবে ইউনিয়ন রুম ও গার্ডরুম ব্যবহার করা যাবে না।
আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় বলেন, এই ঘটনায় তদন্ত চলছে। তাই কিছু তথ্য প্রকাশ করা যাবে না। তবে ছাত্রদের স্বার্থে কলেজ খোলা প্রয়োজন। সে দিকটাই গুরুত্ব পেয়েছে। এর আগে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানতে চেয়েছিলেন, কেন পরিচালন সমিতি কলেজ বন্ধ রাখল। উত্তরে কলেজ জানায়, পুলিশ ক্যাম্পাস সিল করে দিয়েছিল তদন্তের স্বার্থে। তাইই কলেজ বন্ধ রাখতে হয়েছিল। তবে এবার হাই কোর্টের নির্দেশ মেনে ফের চালু হতে চলেছে এই আইন কলেজ। নিরাপত্তা বজায় রাখতে কসবা থানার কাছে অনুরোধ জানানো হয়েছে। সূত্রের খবর, থানার তরফে নিরাপত্তা দিতে আপত্তি নেই বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, আজ শুক্রবার ঘটনার পুনর্নির্মাণ হয়েছে। ‘এম’ সহ বাকি অভিযুক্ত এবং নিরাপত্তারক্ষীকে নিয়ে যাওয়া ঘটনাস্থলে। ৫ ঘণ্টা ধরে ঘটনার পুনর্নির্মাণের পাশাপাশি ভিডিয়ো রেকর্ডিং করে পুলিশ। আর এবার খুলতে চলেছে কলেজ।