অনুরাগ কাশ্যপ বলিউডে একাধিক জনপ্রিয় ছবি এবং সিরিজ উপহার দিয়েছেন। তাঁর কাজের ভক্তের সংখ্যাও নেহাত মন্দ নয়। তবে, বেশ কিছুদিন ধরেই তিনি ইন্ডাস্ট্রি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। গত বছর অনুরাগ বলেন যে, তিনি দক্ষিণ ভারতে যাওয়ার পরিকল্পনা করছেন। এবার এক সাক্ষাৎকারে, বলিউডকে ‘বিষাক্ত’ বললেন তিনি। সঙ্গে দাবি জানালেন, মুম্বই ছেড়ে চলে যাওয়ার।
হিন্দি চলচ্চিত্র শিল্পকে বিষাক্ত বললেন অনুরাগ
অনুরাগ সম্প্রতি বলেছেন যে তিনি বলিউড ফিল্ম ইন্ডাল্ট্রি নিয়ে হতাশ। তিনি বললেন, ‘আমি ইন্ডাস্ট্রির লোকদের থেকে দূরে থাকতে চাই। এই ইন্ডাস্ট্রি বিষাক্ত হয়ে উঠেছে। সবাই অবাস্তব লক্ষ্যের পিছনে ছুটছে। সবাই ৫০০ বা ৮০০ কোটি টাকা আয় করতে চায়। যে সৃজনশীল পরিবেশ ছিল তা আর নেই।’
আরও পড়ুন: 'ঘর ওয়াপসি…', চিরসখার পর জি বাংলায় ফিরছেন সায়ক! কোন মেগায় দেখা যাবে অভিনেতাকে?
আমি তোমাকে আগেই বলেছিলাম মুম্বাই ছেড়ে চলে যেতে।
এর আগে অনুরাগ বলেছিলেন যে, তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির উপর বিরক্ত এবং দক্ষিণে যেতে চান। তিনি বলেছিলেন যে, ‘দক্ষিণের চলচ্চিত্র নির্মাতাদের দেখলে আমার তো বেশ হিংসে হয়, ওখানে কী সুন্দর নানা পরীক্ষা-নিরীক্ষা করাহয় কাজ নিয়ে। এখানে শুধু প্রযোজকরা টাকার কথা ভাবেন। সে ভাবে এভাবে না বানালে আমার টাকা আসবে না, তাহলে আমি আর বানাব না। ছবির শুরু থেকেই পরিকল্পনা চলে, কীভাবে এটির বিক্রি বাড়ানো সম্ভব। এভাবে আসলে সিনেমা নির্মাণের যে মজা, সেটাই থাকে না। এই কারণে আমি মুম্বই ছেড়ে অন্যত্র যেতে চাই।’
কাজের সূত্রে, বর্তমানে অনুরাগ তাঁর মালায়ালাম ছবি ‘ফুটেজ’-এর প্রচারে ব্যস্ত, যা পরিচালনা করছেন সাইজু শ্রীধরন। যদিও ছবিটি গত বছরের আগস্টে মুক্তি পেয়েছিল, এর হিন্দি সংস্করণটি এই বছরের ৭ মার্চ মুক্তি পাচ্ছে। অনুরাগকে তার আসন্ন ছবি 'ডাকাত'-এ একজন পুলিশের ভূমিকায় দেখা যাবে, যেখানে ম্রুণাল ঠাকুরও তার সঙ্গে রয়েছেন। ছবিটির মুক্তির তারিখ সম্পর্কে এখনও কোনও ঘোষণা করা হয়নি।