বাংলা নিউজ > বায়োস্কোপ > Aparajita Adhya: ২৬ বছরের দাম্পত্যে মেলেনি সন্তানসুখ! জন্ম দেননি তবে ‘মা’ ডাকের অভাব নেই অপরাজিতার
পরবর্তী খবর
বাংলা টেলিভিশনের আদর্শ মা তিনি। কখনও জন্মদাত্রী হিসাবে কখনও আবার পালিতা মা হিসাবে নজর কেড়েছেন অপরাজিতা আঢ্য। সাম্প্রতিক সময়ে ‘চিনি’, ‘একান্নবর্তী’র মতো ছবিতেও মায়ের ভূমিকায় মন ছুঁয়েছেন অভিনেত্রী। বর্তমানে ‘জল থই থই ভালোবাসা’য় কোজোগরীর চরিত্রে অপরাজিতা আঢ্য। তিন সন্তানকে নিয়ে ভরা সংসার তাঁর। আরও পড়ুন-জোড়া মনোয়ন দেবের,সেরা নবাগতার দৌড়ে সৌমিতৃষা, হাড্ডাহাড্ডি লড়াই অরিজিৎ-অনুপমের