অদ্রিজা রায় বাংলা থেকে বলিউডে পাড়ি দিয়েছেন বেশ কয়েক বছর হল। এখন হিন্দি ছোট পর্দায় দারুণ পরিচিত মুখ তিনি। একের পর এক ধারাবাহিকে কাজ করে চলেছেন তিনি। ৪ জুলাই নায়িকার জন্মদিন। তাই এই দিনটা নিজের মতো করে কাটাবেন বলে থাইল্যান্ড গিয়েছেন নায়িকা। তাঁর থাইল্যান্ডে পৌঁছনোর ছবি অবশ্যই আগেই তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে ছিলেন, এবার প্রকাশ্যে এল তাঁর জন্মদিন উদযাপনের ছবি।
উইকিপডিয়া অনুসারে অদ্রিজা রায় ২৬ বছরে পা দিলেন। তাঁর জীবনের বিশেষ এই দিনে সফর সঙ্গী হিসেবে তাঁর সঙ্গে ছিলেন প্রিয় বন্ধু দেবচন্দ্রিমা সিংহ রায়। দেবচন্দ্রিমা শুক্রবার অদ্রিজার জন্মদিনের নানা মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।
আরও পড়ুন: 'চোখ দুটো অসম্ভব সুন্দর…', কাকে জড়িয়ে ধরে মনের কথা জানালেন জিতু? ফাঁস ভিডিয়ো
বেশ কয়েকটি ছবি তিনি শেয়ার করেন। সেখানে গোলাপি রঙের ফ্লোরাল গাউনে ধরা দেন বার্থ ডে গার্ল অদ্রিজা। অন্যদিকে, দেবচন্দ্রিমার পরনে ছিল সাদা রঙের গাউন। প্রথম ছবিতেই বন্ধুর গালে মিষ্টি চুমু এঁকে দেন দেবচন্দ্রিমা। সামনেই রাখা ছিল অদ্রিজার মোমবাতি জ্বালা বার্থ ডে কেক। তারপর কেক হাতে একটি ছবি তোলেন অদ্রিজা, সেখানেও তাঁর পাশে ছিলেন প্রিয় সখী। সমুদ্রের পাড়ে মোমবাতির আর টুনি লাইটের আলোয় সেজে উঠেছিল অদ্রিজার জন্মদিনের আসর।
তাঁদের এইসব মিষ্টি মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে অনুরাগোদের সঙ্গে ভাগ করে নিয়ে দেবচন্দ্রিমা লেখেন, ‘শুভ জন্মদিন। ৯ বছর… এবং এখনও একসঙ্গে বড় হচ্ছি। প্রতি বছর তোর জন্মদিন উদযাপন করা আমার মনের একটা রীতি, একটা ঐতিহ্য হয়ে উঠেছে— কারণ এর অর্থ তোকে উদযাপন করা। আমাদের ৯ বছরের বন্ধুত্ব কেবল একটা সংখ্যা নয়… এর মধ্যে স্মৃতি, গভীর রাতের কথা, নীরব ভাবে পাশে থেকে যাওয়া, না বলা বোঝাপড়া এবং এমন একটা বন্ধন রয়েছে যা সবার খুঁজে পাওয়ার মতো ভাগ্যবান হয় না। আমার গোপন আশ্রয়স্থল, আমার নোঙ্গর, আমার শক্তি হওয়ার জন্য তোকে ধন্যবাদ। এমন ভাবে তুই ছিলি যা অন্য কেউ পারেনি— এর জন্য, তুই সব সময় আমার সব কিছু। আমাদের জন্য চির কৃতজ্ঞ।’ তাঁর পোস্ট দেখে অনুরাগীরাও ভালোবাসায় ভরে দিয়েছেন।
আরও পড়ুন: রণবীরের 'রামায়ণ'-এ ঊর্মিলার চরিত্রের প্রস্তাব পেয়েছিলেন বাংলার এই অভিনেত্রী!
প্রসঙ্গত, অদ্রিজা রায় ‘বেদেনি মলুয়ার কথা’ ধারাবাহিক দিয়ে আত্মপ্রকাশ করেন। এরপর বাংলায় ‘সন্ন্যাসী রাজা’, ‘দুর্গা দুর্গেশ্বরী’ মতো সিরিয়ালে কাজ করেছেন। তিনি ‘পরিণীতা’ মতো বাংলা ছবিতেও কাজ করেছেন। তারপর পাড়ি দেন মায়ানগরী মুম্বইতে। সেখানে ইতিমধ্যেই ‘ইমলি’, ‘কুণ্ডলী ভাগ্য’, ‘অনুপমা’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন। অন্যদিকে, দেবচন্দ্রিমা 'কাজললতা' ধারাবাহিকের হাত ধরে বিনোদন জগতে পা রাখেন। তারপর 'সাহেবের চিঠি', 'সাঁঝের বাতি' সহ বেশ কিছু বাংলা মেগায় তিনি কাজ করেন। 'পরিণীতা', ‘বিভীষন'-এর মতো সিরিজেও কাজ করেছেন। হিন্দি ছোট পর্দাতেও 'সুহাগান চুড়েল' ধারাবাহিকে নায়িকাকে দেখা গিয়েছিল মুখ্য ভূমিকায়।