‘সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ যে আমার স্ত্রী নিরাপদে ২.৭ কিলোগ্রাম ওজনের একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ওকে দেখতে হুবহু আমার মতো। পবিত্র রমজান মাসে আমাদের মেয়ে এসেছে, ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। পরিবারকে সম্পূর্ণ করার জন্য দীর্ঘ সময় কন্যা সন্তানের জন্য অপেক্ষা করেছি, অবশেষে ও এসেছে।’
বাবা হলেন পপশিল্পী জামাল আবদিল্লাহ
বয়স ৬৩, এই বয়সে আবারও একবার বাবা হলেন পপশিল্পী জামাল আবদিল্লাহ। চতুর্থ সন্তানের জন্ম দিলেন তাঁর বছর ২৭-এর স্ত্রী ইজ্জতি। সোমবার বিকেল সাড়ে ৫টার সময় কুয়ালালামপুরের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন জামাল আবদিল্লাহ। পপশিল্পী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অস্ত্রোপচার করেই সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী, মা ও সন্তান সুস্থ আছেন। তবে আপাতত আরও কয়েকটা দিন ওকে হাসপাতালেই রাখবেন চিকিৎসকরা, তারপর ছাড়া হবে।
৬০ বছর বয়সী জামাল আবদিল্লাহ জানান, ‘সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ যে আমার স্ত্রী নিরাপদে ২.৭ কিলোগ্রাম ওজনের একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ওকে দেখতে হুবহু আমার মতো। পবিত্র রমজান মাসে আমাদের মেয়ে এসেছে, ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। এবারের ইদ পরিবারের সকলের ভালো কাটবে। পরিবারকে সম্পূর্ণ করার জন্য দীর্ঘ সময় কন্যা সন্তানের জন্য অপেক্ষা করেছি, অবশেষে ও এসেছে।’
জানা যাচ্ছে পপশিল্পী জামাল আবদিল্লাহ মেয়ের নাম রেখেছেন, রাহিল লরা সালসাবিন ইয়ামানি। কন্যা রাহিলের আগে তাঁদের আরও তিন সন্তান রয়েছে। যাঁদের বয়স যথাক্রমে ১, ২, ও ৩ বছর। ২০১৭ সালে ১ এপ্রিল ইজ্জতিকে বিয়ে করেছিলেন পপশিল্পী জামাল আবদিল্লাহ। ইজ্জতি তাঁর চতুর্থ স্ত্রী।